কার্টুনিস্টস শপ নির্মাণ কাজ চলিতেছে।
গত বছর অর্থাৎ ২০১৬ সালের ১লা অক্টবর একটা প্রকল্প শুরু করেছি, নাম কার্টুনিস্টস শপ বা কার্টুনিস্টদের দোকান। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। আশাকরছি চলতি বছর জুন-জুলাই প্রকল্পটির কাজ শেষ হবে। কার্টুনিস্টস শপ হলো কার্টুনিস্টদের একটি ইন্টারনেট ভিত্তিক মার্কেটপ্লেস যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের দেশের কার্টুনিস্ট/আর্টিস্ট, তাদের শিল্পকর্ম বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। কার্টুনিস্টস শপ থেকে ক্রেতা শিল্পকর্মের ডিজিটাল কপি বা কাগজে মুদ্রিত কপি উভয় সংস্করণ কিনতে পারবে। ডিজিটাল কপি ক্রেতা ক্রয় এবং মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। কাগজে মুদ্রিত কপির ক্ষেত্রে ২ সাপ্তাহের মধ্যে তা ডাকযোগে প্রেরণ করা হবে। শিল্পকর্ম ক্রয়ের পাশাপাশি ক্রেতা তার প্রকল্পের কাজের জন্য শিল্পীর সেবা ক্রয় করতে পারবে। ক্রেতা প্যেপাল এবং ক্রেডিটকার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবে। শিল্পকর্মের মধ্যে থাকবে কার্টুন, কমিক স্ট্রিপ, ক্যারিকেচার, ইলাস্ট্রেশন, পেইন্টিংস এবং অন্যান্য। সেবার মধ্যে থাকবে ক্যারিকেচার অঙ