Posts

Showing posts with the label চলচ্চিত্র

আন্তঃডাকাতি

Image
চিত্র: প্রতীকী আন্তঃজালে নাটক বা চলচ্চিত্র দেখার একটি আন্তঃনাট্যশালা আছে, সেখানে যে কেউ সদস্য হতে পারে, এবং মাসিক অর্থ প্রদানের ভিত্তিতে আত্মবিনোদিত হতে পারে অর্থাৎ, নাটক বা চলচ্চিত্র উপভোগ করতে পারে। গতপরশু রাতে গতানুগতিক একটি চলচ্চিত্র দেখছিলাম। হঠাৎ খাতাযন্ত্রের পর্দায় পরপর দুটি বার্তা প্রাপ্তির প্রজ্ঞাপন ভেসে উঠলো। বার্তা দুটি পড়ার পর বুঝতে পারলাম কেউ একজন অবৈধ অনুপ্রবেশ করে আমার আন্তঃনাট্যশালয় যোগ করা আমার আন্তঃবার্তা ঠিকানা এবং মুঠোফোনের সংখ্যা পরিবর্তন করেছেন। সোজা বাংলায় বলতে গেলে কেউ এক জন উক্ত আন্তঃনাট্যশালায় আমার প্রবেশাধিকার ডাকাতি করে ছিনিয়ে নিয়েছেন।  দূরদর্শনের পর্দায় আমার আন্তঃবার্তা ঠিকানার স্থলে অজানা একটি ঠিকানা দেখতে পেয়ে হতচকিত হলাম। এরপর আমি কোলযন্ত্র দিয়ে উক্ত আন্তঃনাট্যশালয় আমার তথ্য দিয়ে প্রবেশ করার চেষ্টা করতেই, পর্দায় ভেসে উঠলো "আপনি ভুল তথ্য প্রবেশ করিয়েছেন", নিরুপায় হয়ে আমি যথাযথ কতৃপক্ষের সঙ্গে বার্তা পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। সর্ব শেষ চেষ্টা হিসেবে আমি তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম এবং তাদের যোগাযোগে

সুলতান - Sultan (2016 film)

Image
এক কথায় মন্তব্য: অসাধারণ একটি প্রেম-ক্রীড়া বিষয়ক কাহিনীচিত্র।  এক কথায় কাহিনী: সুলতান, যে তার লক্ষ্যার্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সে সর্বদা সফলকাম হয়।  আমার সমালোচনা: বাংলাদেশি রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী যেমন তার রান্নায় নুডুলসের ভিন্ন ভিন্ন ব্যবহার দেখিয়ে থাকেন। তেমনি এই চলচ্চিত্রে ভিডিওকনের ডিস এন্টেনার ভিন্ন ভিন্ন ব্যবহার এবং এর উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। যেমন: হোন্ডার পিছনে  ভিডিওকনের ডিস এন্টেনা । এমনকি এই চলচ্চিত্রে ডিশ এন্টিনা বিষয়ক একটি গানও আছে।  তাই এটিকে ভারতীয় দূরদর্শন প্রতিষ্ঠান ভিডিওকনের পূর্ণদর্ঘ্য বিজ্ঞাপন এবং আনুসাঙ্গিক ঘটনা প্রবাহের সমন্বয়ে নির্মিত একটি কাহিনীচিত্র বলা যেতে পারে। 

চড়ুই চলচ্চিত্র

Image
গত পরশু দিন বিকেলে আমি আর আমার এক প্রবীণ বন্ধু শহরের সৌন্দর্য দর্শনের জন্য আলোকচিত্রগ্রহণযন্ত্র সঙ্গে নিয়ে বের হয়েছিলাম। ঘন্টা খানেক হাঁটার পর প্রবীণ বন্ধটি আমাকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানালেন। পথের পাশেই দেখতে পেলাম একটি রেস্তোরাঁ সামনে ছোট্ট একটি বাগান। বাগানটিও রেস্তোরাঁর অংশ, বাগানের চারপাশে ফুল ও সবজির গাছ ভেতরে কিছু সারণী ও কেদারা সাজানো আছে। সেখানে গিয়ে দেখতে পেলাম কিছু চড়ুই পাখি আনাগোনা করছে। আমার সঙ্গে থাকা  আলোকচিত্রগ্রহণযন্ত্র দিয়ে চিত্র ধারণ করতে লাগলাম আর খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। রেস্তোরাঁর পরিবেশক খাবার দিয়ে যাওয়া মাত্রই বনরুটি ছিঁড়ে ছিঁড়ে চড়ুই গুলোকে খাওয়াতে লাগলাম আর চিত্র ধারণ করলাম। অনেকদিন চলচ্চিত্র সম্পাদনার কাজ করা হয়না তাই ভাবলাম পরশুদিনের ধারণ করা চলচ্চিত্র অংশ সম্পাদনা করে কিছু একটা করা উচিত। তাই আজ  সারা সন্ধ্যা বসে বসে পনেরো মিনিটের খসড়া চলচ্চিত্র কে কেঁটে-ছেঁটে তিন মিনিটের চূড়ান্ত চলচ্চিত্রে রূপ দিলাম। চলচ্চিত্রের রং সংশোধন করার সাথে সামান্য একটু দৃশ্যমান প্রভাবও প্রয়োগ করেছি। পুনশ্চ: চেষ্টা করে যাচ্ছি আমার লেখায় শত ভাগ বাংলা শব্দের ব্য

দ্রিশ্যাম (Drishyam) পর্যালোচনা

Image
আমি মুলতঃ চলচ্চিত্র দেখি বিনোদিত হওয়ার জন্যে বা কোন কিছু জানার জন্যে। প্রতি সপ্তাহে আমি একাধিক চলচ্চিত্র দেখে থাকি, তবে সেই সব চলচ্চিত্র বিষয়ে সামাজিক মাধ্যমে বা ব্লগে কথা বলি না বললেই চলে। সাম্প্রতিক একটি বলিউড চলচ্চিত্র দেখেছিলাম। চলচ্চিত্রের নাম দ্রিশ্যাম (Drishyam) বা দৃশ্যায়ন, কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অজয় দেবগন। একটি পারিবারিক ও রোমাঞ্চকর ধারার চলচ্চিত্র। এটি একটি পরিবারকে রক্ষা করার গল্প। চলচ্চিত্রে অজয় দেবগন একজন স্বামী এবং পিতা যিনি সমস্ত কিছুর বিনিময়ে নিজ পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। এই ধরণের অতিপ্রাকৃত গল্প হালের বলিউড চলচ্চিত্রে খুব কম দেখা যায়। তাই কৌতূহলের বশের গুগলে ও উইকিপিডিয়াতে সার্চ করে কিছু তথ্য পেলাম যা আমাকে এই লেখাটি লিখতে অনুপ্রাণিত করেছে। জেথু জোসেফ (Jeethu Joseph) এর রচনায় এক গল্পে ভারতে ২০১৩ থেকে ১০১৫ এই দুই বছরে পাঁচটি ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সব গুলো চলচ্চিত্রে ছিলেন ভিন্ন ভিন্ন কলাকুশলীবৃন্দ। যথাক্রমেঃ মালয়ালম ভাষায় নির্মিত দ্রিশ্যাম (Drishyam) যা ১৯ ডিসেম্বর ২০১৩ সালে দক্ষিণ ভারতের কেরেলায় মুক্তি পায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন

আরিফুর রহমান

Image
এই বছরের জানুয়ারি মাস, একটা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের ফোন। ৪/৫ জনের একটা দল, তারা একটা স্বল্প দৈঘ্য চলচ্চিত্র বানাবে তাতে আমাকে সহায়তা করতে হবে। আমি থ্রিডি এনিমেশনের ছাত্র, তাছাড়া ফিল্ম নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আমি হ্যা জবাব দিলাম। বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার পর বলল, তারা আমার উপরে স্বল্প দৈঘ্য চলচ্চিত্র-টি বানাতে চান।  এর পর দুইদিন আমার বাসায় এবং নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারিতে চিত্র ধারণ করলো। ইউটুবে-তারা আপলোড করার অনুমতি চেয়ে কয়েক দিন পর আবার ফোন দিল।  আমি বলাম ঠিক আছে। তারা স্বল্প দৈঘ্য চলচ্চিত্র-তীর নাম দিয়েছে Arifur Rahman - En helt for ytringsfriheten, যার বঙ্গানুবাদ''আরিফুর রহমান - একজন বাকস্বাধীনতার নায়ক'' ।  

আয়ারল্যান্ডে প্রদর্শিত হতে যাচ্ছে কার্টুন চলচ্চিত্র চার্লি হেব্দ

Image
কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি চার্লি হেব্দর উপরে একটা চার মিনিটের কার্টুন চলচ্চিত্র বানিয়েছি এবং সেটা হল্যান্ড বা নেদারল্যান্ড-এর আমস্টারডামে গিয়ে একটা অনুষ্ঠানে প্রদর্শন করেছি।  তার-ই ধারাবাহিকতায় আজ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, উক্ত ব্যক্তি আয়ারল্যান্ডের অধিবাসী।  তিনি আমস্টার্ডাম-এর  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে লেখা বার্তায় ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন এবং অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাকে আরো লিখেছেন যে, তিনি আমার কার্টুন চলচ্চিত্র-টি আয়ারল্যান্ডে প্রদর্শন করতে আগ্রহী এবং এই বিষয়ে আমার সহযোগিতা প্রার্থী।  আমি ওনার সৌজন্য বার্তায় খুব খুশি এবং আনন্দের সহিত সম্মতি প্রদান করেছি। বিশেষ দ্রষ্টব্য: স্পর্শকাতর মানুষের ধর্মীয় অনুভূতি আমার কার্টুনটি দেখামাত্র আঘাত লেগে ভেঙ্গে যেতে পারে, বিধায় চার্লি হেব্দ কার্টুন চলচ্চিত্র-টি সর্বসাধারণের জন্য অন্তর্জালে প্রকাশ করা থেকে বিরত রেখেছি। আপনার ঈমানী শক্তি যথেষ্ট পরিমানে মজবুত হয়ে থাকলে কার্টুন চলচ্চিত্র-টির নমুনা খন্ড চিত্রটি দেখে নিতে পারেন।

'চার্লি হেব্দ' সল্প দৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র

Image
'চার্লি হেব্দ' নামে ৪ মিনিটের একটি সল্প দৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র বানিয়েছি। চলচ্চিত্রটি চার্লি হেব্দ-এর নিহত কার্টুনিস্ট যারা তাদের মুক্ত মত প্রকাশের কারণে নিহত হয়েছিলেন তাদের প্রতি উত্সর্গ করা হয়েছে।  উক্ত চলচ্চিত্রটি আগামীকাল নেদারল্যান্ড-এর আমস্টার্ডাম শহরে প্রথম প্রদর্শিত হবে। এছাড়া নরওয়ের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।