আমার Wacom Cintiq
.png)
অনেক দিন ধরেই Wacom Cintiq কেনার কথা ভাবছিলাম। দাম প্রচুর, যে দাম ওই দামে অনেক ভালো একটা ল্যাপটপ কেনা সম্ভব, তাই কিনি কিনি করেও কেনা হয়ে ওঠেনি। গতকাল ভাবলাম, যত দাম ই হোকনা কেন আমি কিনবোই আজ। নতুন একটা প্রজেক্ট শুরু করব, তাই ভাবছি ওই প্রজেক্টের জন্য যা যা আঁকব সব Wacom Cintiq ব্যবহার করে আঁকব। কেনার পর আমি এতটাই উত্দিগ্ন যে রাতে ঠিকমত ঘুমাতে পারি নাই, ঘুমে স্বপ্নেও ছবি একেছি। ভাবছি আজ সারাদিন বসে বসে আঁকবো।