Posts

Showing posts with the label কার্টুন প্রদর্শনী

টুনস ম্যাগ স্পেশাল ম্যানসন

Image
ক্রোয়েশিয়ার সিসাক শহরে ''রক এন্ড রোল'' নামে দ্বিতীয় বারের মত হয়ে গেল একটি আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা। উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকে আপনাদের টুনস ম্যাগ। এখানেই শেষ নয় ''টুনস ম্যাগ স্পেশাল ম্যানসন/ tOOns MaG Special Mention '' বা টুনস ম্যাগ-এর নামে একটি বিশেষ পুরস্কার দেয়া হয়ে থাকে। বিস্তারিত দেখুন  http://www.toonsmag.com/2016/06/winner-of-2th-miks-2016-all-about-rock.html

টুনস ম্যাগ আন্তর্জাতিক পুরস্কার সমূহ

Image
টুনস ম্যাগ থেকে প্রতি বছর দুই ধরণের পুরস্কার দেয়া হয়ে থাকে। ১. কার্টুনিস্ট অফ দ্যা ইয়ার পুরস্কার (১ জন) ২. আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার (১২ জন) কার্টুনিস্ট অফ দ্যা ইয়ার পুরস্কার: প্রতি বছর একজন মাত্র কার্টুনিস্ট এই পুরস্কার পেয়ে থাকে। টুনস ম্যাগের পাঠকেরা সারা বছর তাদের প্রিয় কার্টুনিস্টকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। মনোনীত কার্টুনিস্টদের মধ্য থেকে বিচারক মন্ডলীর ভোটে বছর শেষে একজন মাত্র কার্টুনিস্ট কে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়। পুরস্কার হিসেবে একটি নিদৃষ্ট পরিমান অর্থ ও সনদপত্র বিজয়ীকে প্রদান করা হয়। উল্লেখ্য, পুরস্কারের অর্থ আরিফুর রহমানের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে আপনার প্রিয় কার্টুনিস্টকে নিম্নোক্ত লিংকে গিয়ে মনোনয়ন দিতে পারেন। লিংক: http://www.toonsmag.com/p/award.html আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার: টুনস ম্যাগের পক্ষ থেকে প্রতি বছর ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার ও প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। আন্তর্জাতিক বিচারক মন্ডলীর ভোটে পুরস্কার বিজয়ী ১২ জন কার্টুনিস্ট কে এই পুর

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দুই দেশের তিনটি স্থানে আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী

Image
গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আয়োজিত একই সাথে দুই টি দেশের তিনটি স্থানে উদ্বোধন হলো ' নারী অধিকার শীর্ষক'' আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার প্রদর্শনী।  বিশ্বব্যাপী নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা এবং নারী অধিকার বাস্তবায়নে সবাইকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। নরওয়ে প্রবাসী বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান টুনস ম্যাগের প্রতিষ্ঠাতা ও প্রকাশক। তিনি এই আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজক। কার্টুন বাস্তবতার প্রতিচ্ছবি এই বছর নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সকল নারীর অধিকারের প্রতি সমর্থন জানানোর সাথে সাথে বিশ্বের কাছে নারী অধিকারের এবং বিভিন্ন দেশের এবং সমাজের নারীর অবস্থানের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।   আরব ও মধ্যপ্রাচ্য-এর কার্টুনে উঠে এসেছে শিশু বিবাহ, নারী নির্যাতন, পুরুষের বহুবিবাহ, নারী পুরুষের বৈষম্য এবং ধর্মীয় কুসংস্কার। দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী পাচারও পতিতা বৃত্তির বিষয় গুলি। দক্ষিণ এশিয়ার কার্টুনে উঠে

আপডেট: টুনস ম্যাগ প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা

Image
টুনস ম্যাগের প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় ৭৪ টি দেশ থেকে মোট ৫৫৪ জন কার্টুনিস্ট অংশ গ্রহণ করেছিলেন। সব মিলিয়ে ১৫৭৪ টি কার্টুন জমা পরেছে। পুরস্কার বিজয়ী এবং নির্বাচিত মোট ১০০টি কার্টুন দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একই সাথে ভারতের বেঙ্গালোরে এবং নরওয়ের দ্রবক শহরে প্রদর্শনীর আয়োজন করা হবে। নরওয়েতে উদ্বোধন ৮ মার্চ বিকেল ৬ টা https://www.facebook.com/events/183734395327757/ ভারতে উদ্বোধন ৫ মার্চ সকাল ১১ টা https://www.facebook.com/events/1561024437547195/ প্রতিযোগীদের নামের তালিকা দেখুন : http://www.toonsmag.com/2015/12/participants.html প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন ৮ দেশের ৮ জন কার্টুনিস্ট। প্রতিযোগিতার ফলাফল ৮ মার্চ ঘোষণা করা হবে। অংশগ্রহনকারী সকল কার্টুনিস্ট দের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছান্তে- আরিফুর রহমান প্রতিষ্ঠাতা ও প্রকাশক, টুনস ম্যাগ, নরওয়ে

টুনস ম্যাগ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ২০১৬

Image
৮ মার্চ ২০১৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার বিষয় নারী অধিকার, উক্ত প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত, যে কেউ অংশগ্রহন করতে পারবে। পুরস্কার বিজয়ী কার্টুন সমূহ দিয়ে ৮ মার্চ ২০১৬ নারী দিবস উপলক্ষ্যে একই সাথে নরওয়ে এবং ভারতে প্রদর্শনীর আয়োজন করা হবে। আপনাকে উক্ত প্রতিযোগিতায় এবং প্রদর্শনীতে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসাবে রয়েছেন ৮ দেশের ৮ জন বিখ্যাত কার্টুনিস্ট: সিরি দক্কেন কার্টুনিস্ট, নরওয়ে সাবিনে ভিগ্ত কার্টুনিস্ট, জার্মানি সাদাত দেমির ইঅল্সিন কার্টুনিস্ট, তুরস্ক নিগার নজর কার্টুনিস্ট, পাকিস্তান আহসান হাবিব কার্টুনিস্ট এবং উন্মাদ ম্যাগাজিন সম্পাদক, বাংলাদেশ বরিস্লাভ স্তান্কভিক স্তাবর কার্টুনিস্ট , সার্বিয়া জন-এরিক  আন্দের কার্টুনিস্ট , সুইডেন ম্যাট বুইর্কের কার্টুনিস্ট, আমেরিকা প্রতিযোগীদের নাম সমূহ দেখতে : http://my.fnf.fm/1mfaxGN প্রতিযোগিতার ঘোষণা ও পুরস্কার সংক্রান্ত তথ্যের জন্য  : http://my.fnf.fm/1QCM2jZ প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদ

'যুদ্ধের শিশু' আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী, নরওয়ে - ২০১৫

Image
১২ সেপ্টেম্বর নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারিতে উদ্বোধন হতে যাচ্ছে, 'যুদ্ধের শিশু' শীর্ষক আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে ৫১ টি দেশের ১২৮ জন কার্টুনিস্ট অংশ নিয়েছেন। সর্বমোট কার্টুন জমা পরেছিল ৫৫৮ টি, এর মধ্য থেকে ৭০ টি কার্টুন নিয়ে এই আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। নরওয়ের বেশ কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত হবে এছাড়া সুইডেন,  স্লোভাকিয়া, নেদারল্যান্ড,অর্মেজিয়া, তুরস্ক, জর্দান ও দক্ষিন আফ্রিকায় প্রদর্শিত হবে। উক্ত  আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজক হিসাবে রয়েছেন বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান এবং  সিরিয়ান কার্টুনিস্ট ফাদি আবু হাসান।  সার্বিক সহযোগিতায় নরওয়েজিয়ান কার্টুনিস্ট হাউজ এবং টুনস ম্যাগ। এই বিষয়ে আরো বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডে প্রদর্শিত হতে যাচ্ছে কার্টুন চলচ্চিত্র চার্লি হেব্দ

Image
কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম যে আমি চার্লি হেব্দর উপরে একটা চার মিনিটের কার্টুন চলচ্চিত্র বানিয়েছি এবং সেটা হল্যান্ড বা নেদারল্যান্ড-এর আমস্টারডামে গিয়ে একটা অনুষ্ঠানে প্রদর্শন করেছি।  তার-ই ধারাবাহিকতায় আজ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, উক্ত ব্যক্তি আয়ারল্যান্ডের অধিবাসী।  তিনি আমস্টার্ডাম-এর  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে লেখা বার্তায় ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন এবং অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আমাকে আরো লিখেছেন যে, তিনি আমার কার্টুন চলচ্চিত্র-টি আয়ারল্যান্ডে প্রদর্শন করতে আগ্রহী এবং এই বিষয়ে আমার সহযোগিতা প্রার্থী।  আমি ওনার সৌজন্য বার্তায় খুব খুশি এবং আনন্দের সহিত সম্মতি প্রদান করেছি। বিশেষ দ্রষ্টব্য: স্পর্শকাতর মানুষের ধর্মীয় অনুভূতি আমার কার্টুনটি দেখামাত্র আঘাত লেগে ভেঙ্গে যেতে পারে, বিধায় চার্লি হেব্দ কার্টুন চলচ্চিত্র-টি সর্বসাধারণের জন্য অন্তর্জালে প্রকাশ করা থেকে বিরত রেখেছি। আপনার ঈমানী শক্তি যথেষ্ট পরিমানে মজবুত হয়ে থাকলে কার্টুন চলচ্চিত্র-টির নমুনা খন্ড চিত্রটি দেখে নিতে পারেন।

আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী

Image
অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজন করা। এই ইচ্ছের ধারাবাহিকতায় একটা প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি নরওয়েতে। প্রোজেক্ট এর আইডিয়া ছিল সিরিয়ান কার্টুনিস্ট ফাদি আবু হাসানের। আমি পার্টনার হিসাবে কাজ করছি।  আর কার্টুন ম্যাগাজিন টুনস ম্যাগ মিডিয়া স্পন্সর হিসাবে কাজ করছে। এপর্যন্ত প্রায় ৫০ টি দেশের ১০০+ কার্টুনিস্ট এর ৫০০-এর  উপরে কার্টুন পেয়েছি।  আমি খুব আশাবাদী প্রজেক্ট টা নিয়ে।  নরওয়ে-এর বেশ কিছু স্থানে কার্টুন গুলি প্রদর্শিত হবে।  এছাড়া দক্ষিন আফ্রিকার কেপ টাউন -এ  প্রদর্শিত হবে।