আপডেট: টুনস ম্যাগ প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা


টুনস ম্যাগের প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় ৭৪ টি দেশ থেকে মোট ৫৫৪ জন কার্টুনিস্ট অংশ গ্রহণ করেছিলেন। সব মিলিয়ে ১৫৭৪ টি কার্টুন জমা পরেছে।
পুরস্কার বিজয়ী এবং নির্বাচিত মোট ১০০টি কার্টুন দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একই সাথে ভারতের বেঙ্গালোরে এবং নরওয়ের দ্রবক শহরে প্রদর্শনীর আয়োজন করা হবে।
নরওয়েতে উদ্বোধন ৮ মার্চ বিকেল ৬ টা
https://www.facebook.com/events/183734395327757/
ভারতে উদ্বোধন ৫ মার্চ সকাল ১১ টা
https://www.facebook.com/events/1561024437547195/
প্রতিযোগীদের নামের তালিকা দেখুন :
http://www.toonsmag.com/2015/12/participants.html
প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন ৮ দেশের ৮ জন কার্টুনিস্ট।
প্রতিযোগিতার ফলাফল ৮ মার্চ ঘোষণা করা হবে।
অংশগ্রহনকারী সকল কার্টুনিস্ট দের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
আরিফুর রহমান
প্রতিষ্ঠাতা ও প্রকাশক, টুনস ম্যাগ, নরওয়ে

Comments

Popular posts from this blog

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

Mentioning Toons Mag in mass media

হিরো আলম / Hero Alom