Posts

Showing posts from September, 2015

আরিফুর রহমান

Image
এই বছরের জানুয়ারি মাস, একটা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের ফোন। ৪/৫ জনের একটা দল, তারা একটা স্বল্প দৈঘ্য চলচ্চিত্র বানাবে তাতে আমাকে সহায়তা করতে হবে। আমি থ্রিডি এনিমেশনের ছাত্র, তাছাড়া ফিল্ম নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আমি হ্যা জবাব দিলাম। বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার পর বলল, তারা আমার উপরে স্বল্প দৈঘ্য চলচ্চিত্র-টি বানাতে চান।  এর পর দুইদিন আমার বাসায় এবং নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারিতে চিত্র ধারণ করলো। ইউটুবে-তারা আপলোড করার অনুমতি চেয়ে কয়েক দিন পর আবার ফোন দিল।  আমি বলাম ঠিক আছে। তারা স্বল্প দৈঘ্য চলচ্চিত্র-তীর নাম দিয়েছে Arifur Rahman - En helt for ytringsfriheten, যার বঙ্গানুবাদ''আরিফুর রহমান - একজন বাকস্বাধীনতার নায়ক'' ।  

সমতিদেন

Image
আজ চিঠির বাকসোটা  খুলতেই মোটা কাগজের একটা বড় একটা খাম পেলাম। খামটা খুলে  দেখতে পেলাম একটা ম্যাগাজিন, যারা বেশ কয়েক মাস আগে আমার আঁকা ২ টি কার্টুন কিনেছিল। সেই কার্টুন দুইটা তারা প্রকাশ করেছে আর সৌজন্য সংখ্যা পাঠিয়েছে।