ঘটনাটা হয়েছে কি, এখানে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে তার গবেষণায় সাহায্য করছি। তো সেই কথা অনুযায়ী সে আমার বিদ্যায়তন-এ এসে হাজির। মুঠোফোনে একটা ক্ষুদ্রবার্তা পেলাম, ''আমি অভ্যর্থনা কক্ষে অপেক্ষা করছি ''। বার্তাটি পড়া মাত্রই চার তলা থেকে নেমে নীচতলায় অভ্যর্থনা কক্ষে গেলাম। অপেক্ষারত শিক্ষার্থীনি দেখতে কেমন, বয়স কত কিছুই জানি না। গিয়ে দেখি দুই জন মহিলা অপেক্ষা করছে, একজন কুড়ি ঊর্ধ্ব অন্যজন চল্লিশ ঊর্ধ্ব। চল্লিশ ঊর্ধ্ব মহিলা আমাকে দেখে উঠে দাড়িয়ে বলল ''আপনার সঙ্গেই আমার কথা হয়েছিল?'' আমি বললাম ''হ্যা'' সঙ্গে সঙ্গে পাশ থেকে কুড়ি ঊর্ধ্ব মেয়েটা উঠে দাড়িয়ে বলল ''না না, ওনার সঙ্গে আমার দেখা করার ব্যাপারে কথা হয়েছিল।'' এমতাবস্থায় আমি পুরাই বিভ্রান্ত। দুই জনকেই আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের মধ্যে ''ইভা'' কার নাম? কুড়ি ঊর্ধ্ব মেয়েটা জবাব দিল ''আমি ইভা'' আমি বললাম, তাহলে আপনার সাথেই আমার দেখা করার কথা ছিল। ভিতরে চলুন। ইতোমধ্যে এক ভদ্রলোক এসে চল্লিশ ঊর্ধ্ব মহিলাকে বল...