আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUZ821wWadsByoMFEZjD7ursVtt1XN0tlm4zGitDVz30W3XU_KIIb9FMywxLiC7UrqFuAXL98AKYelvAwSb_Rog8qbG2lsTszMVTIQxXrBmWfTNlGpl3QrFTQ8fLjJA3pbr4D8WU9uERZ_/s1600/Poster.jpg)
অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজন করা। এই ইচ্ছের ধারাবাহিকতায় একটা প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি নরওয়েতে। প্রোজেক্ট এর আইডিয়া ছিল সিরিয়ান কার্টুনিস্ট ফাদি আবু হাসানের। আমি পার্টনার হিসাবে কাজ করছি। আর কার্টুন ম্যাগাজিন টুনস ম্যাগ মিডিয়া স্পন্সর হিসাবে কাজ করছে। এপর্যন্ত প্রায় ৫০ টি দেশের ১০০+ কার্টুনিস্ট এর ৫০০-এর উপরে কার্টুন পেয়েছি। আমি খুব আশাবাদী প্রজেক্ট টা নিয়ে। নরওয়ে-এর বেশ কিছু স্থানে কার্টুন গুলি প্রদর্শিত হবে। এছাড়া দক্ষিন আফ্রিকার কেপ টাউন -এ প্রদর্শিত হবে।