Posts

Showing posts with the label কার্টুন

কার্টুনিস্টস শপ নির্মাণ কাজ চলিতেছে।

Image
গত বছর অর্থাৎ ২০১৬ সালের ১লা অক্টবর একটা প্রকল্প শুরু করেছি, নাম কার্টুনিস্টস শপ বা কার্টুনিস্টদের দোকান। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। আশাকরছি চলতি বছর জুন-জুলাই প্রকল্পটির কাজ শেষ হবে। কার্টুনিস্টস শপ হলো কার্টুনিস্টদের একটি ইন্টারনেট ভিত্তিক মার্কেটপ্লেস যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের দেশের কার্টুনিস্ট/আর্টিস্ট, তাদের শিল্পকর্ম বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। কার্টুনিস্টস শপ থেকে ক্রেতা শিল্পকর্মের ডিজিটাল কপি বা কাগজে মুদ্রিত কপি উভয় সংস্করণ কিনতে পারবে। ডিজিটাল কপি ক্রেতা ক্রয় এবং মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। কাগজে মুদ্রিত কপির ক্ষেত্রে ২ সাপ্তাহের মধ্যে তা ডাকযোগে প্রেরণ করা হবে। শিল্পকর্ম ক্রয়ের পাশাপাশি ক্রেতা তার প্রকল্পের কাজের জন্য শিল্পীর সেবা ক্রয় করতে পারবে। ক্রেতা প্যেপাল এবং ক্রেডিটকার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবে। শিল্পকর্মের মধ্যে থাকবে কার্টুন, কমিক স্ট্রিপ, ক্যারিকেচার, ইলাস্ট্রেশন, পেইন্টিংস এবং অন্যান্য। সেবার মধ্যে থাকবে ক্যারিকেচার অঙ

আদিবাসীদের জন্য

Image
একটি নরোয়েজিয় দাতব্য সংস্থা'র পক্ষ থেকে তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এবং আমি তাদের আমন্ত্রণে সারা দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম গতকাল। তাদের আয়োজন দেখে আমি মুগ্ধ-অবিভূত। সেখানে তারা শিশু-কিশোর থেকে প্রাপ্তবয়স্কদের দৌড়ের আয়োজন করেছিল। দৌড়ে যারা অংশগ্রহন করেছিলেন তাদের সকলের-ই পৃষ্ঠপোষক আছেন। এই দৌড়ের বিশেষত্ব হলো যে যত দৌড়াবে তাদের পৃষ্ঠপোষকগনের কাছ থেকে সে তত টাকা পাবে। আর তাদের অর্জিত সকল টাকা একত্র করে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠির শিক্ষা ও চিকিত্সাখাতে ব্যয় করবে। অনেক লোক সমাগম হয়েছিল, অনুষ্ঠানে আমি একটি বক্তৃতা দিয়েছিলাম। আমি মনে করি আমাদের দেশের আদিবাসীদের জন্য এটি একটি মহতি উদ্যোগ। আমি তাদের এইরূপ উদ্যোগ ও আন্তরিকতা দেখে আমি মুগ্ধ, আর এই কারণেই একজন বাংলাদেশী হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সহ প্রসংসা করেছি। একই সাথে আমিও আমার অবস্থান থেকে আদিবাসী জনগোষ্ঠির উন্নয়নে অর্থ সংগ্রহের জন্য আমার আঁকা কার্টুনের ৩৪ টি কপি দান করেছি। প্রতিটি কার্টুন ৫০০ ক্রোনার বা প্রায় পাঁচ হাজার টাকা হিসেবে বিক্রি হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মেয়র সহ গন

একটু ফিরে দেখা

Image
আমি প্রথম কার্টুন একে পুরস্কার পাই ২০০৬ সালে টি আই বি আয়োজিত দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতায়। তৃতীয় হয়েছিলাম খ বিভাগে। ২০০৭ সালে দ্যা ডেইলি স্টার আয়োজিত কার্টুন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাই। এরপর কার্টুন একে আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি।  এমনকি কার্টুন একে ৬ মাস দুই দিন  জেল খেটেছি, মুরতাদ ফতোয়া পেয়েছি, দেশ ছেড়েছি সেই সাথে আরো অনেক কিছু পাওয়া বা হারানোর তালিকায় আছে। ২০০৭ সালের পর বাংলাদেশের কোনো পত্রিকা আমার কার্টুন ছাপত না, আবার কেউ ছাপলেও কার্টুনে আমার নাম সেন্সরড করা হত, আমার নামের স্থলে অন্য একটা নাম দিয়ে ছাপা হত। ২০০৮ সালে ২০ মার্চ হাইকোর্ট আমাকে মুক্তিদেন কিন্তু ,২০০৯ সালে যশোরের একটি নিম্ন আদালত আমাকে ওই একই কার্টুনের জন্য ২ মাসের সশ্রম কারাদন্ডে  দন্ডিত করে সেই সাথে পাঁচ শত টাকা জরিমানা করে। তো যাই হোক, আমি থামিনি থেমে থাকিনি, কারণ আমি হারতে শিখিনি। কার্টুন দিয়ে আমি বিশ্বের মাঝে বাংলাদেশকে তুলে ধরতে চাই, নিজের কথা নিজের নামে নিজের মত করে বলতে চাই।  এবং অন্য কার্টুনিস্টদের স্বাধীন মত প্রকাশের একটা জায়গা করে দিতে চাই। ২০০৯ সালে আমি একটা অনলাইন

নরওয়েতে পাঁচ বছর

Image
আমি নরওয়েতে অবস্থান করছি আজ পাঁচ বছর ও পাঁচ দিন। ২০১০ সালের ৩০ শে নভেম্বর সকাল ৬ টায় নরওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম ঢাকা থেকে।  ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ফ্রাঙ্কফুট এবং  ফ্রাঙ্কফুট থেকে নরওয়ে, সব মিলিয়ে প্রায় ১৮ ঘন্টার ভ্রমন। আর ১ লা ডিসেম্বর ছিল নরওয়েতে আমার প্রথম দিন। চারিদিকে প্রচুর তুষার, মাইনাস ২০ ডিগ্রী ঠান্ডা। সব কিছু তুষারে মোড়ানো রূপকথার রাজ্যের মত লাগছিল। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতাম, কখনো বা পত্রিকা, রেডিও বা টিভিতে ইন্টারভিউ কখনো কখনো টিভিতে গিয়ে স্বশরীরে গিয়ে সংবাদের মাঝে সাক্ষাত্কার দিতে হয়েছে। বিষয় গুলো আমি খুব উপভোগ করেছি। ১ লা ডিসেম্বর এখানে পরিচিত হলাম স্থানীয় মেয়রের সাথে। মেয়রের নাম থোরে ভেস্তবি, খুব আন্তরিক একজন মানুষ। আমাদের দেশের রাজনীতিবিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তিনি আমাকে দাপ্তরিক ভাবে অভ্যর্থনা জানালেন, মেয়রের সঙ্গে একটা পত্রিকায় একটা ইন্টারভিউ দিলাম এবং মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রণ জানালেন। মধ্যাহ্ন ভোজের সময় তিনি আমাকে জানালেন আগামী ২০ ডিসেম্বর ২০১০ নরওয়ের রাজা এবং রানী দ্রবাক শহর ভ্রমনে আসছেন। এই উপলক্ষ্যে তিনি বিশেষ কিছু কর

টুনস ম্যাগ প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ২০১৬

Image
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে টুনস ম্যাগ-এর পক্ষ থেকে একটি আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। প্রতিযোগিতার বিষয়ঃ  নারী অধিকার কার্টুন পাঠানোর শেষ সময়ঃ  ২০ ফেব্রুয়ারি ২০১৬ পরিমাপঃ  A4, ৩০০ DPI. পুরস্কার সমূহঃ  প্রথম পুরস্কারঃ Wacom Intuos Pen & Touch Medium এবং সনদ পত্র । দ্বিতীয় পুরস্কারঃ Wacom Intuos Pen & Touch Small এবং সনদ পত্র । তৃতীয় পুরস্কারঃ Wacom Intuos Pen Small এবং সনদ পত্র । এছাড়াও অতিরিক্ত ৭ জন কার্টুনিস্ট পাবেন বিশেষ পুরস্কার, সনদ পত্র। নীতিমালাঃ ১। যে কোন দেশের ও বয়সের কার্টুনিস্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ২। কার্টুন মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে। নকল কাজ গ্রহন যোগ্য নয়। ৩। প্রতিযোগী সর্ব সাকুল্যে ৫ টি কার্টুন জমা দিতে পারবে। কার্টুন সাদাকালো বা রঙ্গিন হতে পারে। সংলাপ ব্যতিত হওয়া উত্তম, সংলাপ ব্যবহার করলে তা ইংরেজিতে হওয়া বাঞ্ছনীয়। ৪। প্রাথমিক ভাবে জমা হওয়া কার্টুন গুলোর মধ্য থেকে আন্তর্জাতিক বিচারক মণ্ডলী প্রতিযোগিতার জন্য যোগ্য কার্টুন সমূহ নির্বাচন করবেন যা  http://bd.toonsmag.com  –এ প্রকাশিত হবে। এবং এই সকল কার্টুনের মধ্য থেক

বর্তমানে ৫ টি ভাষায় টুনস ম্যাগ

অনেকেই হয়ত জানেন টুনস ম্যাগ বর্তমানে ৫ টি ভাষায় প্রকাশিত হচ্ছে, যথাক্রমে: ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি এবং স্প্যানিশ। প্রতিটি ভাষার জন্য রয়েছে আলাদা আলাদা লেখক এবং সম্পাদনা পর্ষদ । টুনস ম্যাগ কে সর্বাধিক ব্যাবহৃত ভাষা সমূহে সমৃদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বর্তমানে টুনস ম্যাগের সাথে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ১০০ উপরে সেচ্ছাসেবক কার্টুনিস্ট, লেখক ও কর্মী। আগামী ১ লা নভেম্বর টুনস ম্যাগ সপ্তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। আপনি টুনস ম্যাগের সাথে সম্পৃক্ত হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলা:  http://bd.toonsmag.com ইংরেজি:  http://www.toonsmag.com হিন্দি:  http://hi.toonsmag.com আরবি: http://ar.toonsmag.com স্প্যানিশ: http://es.toonsmag.com

সাদা আর ধলা

Image
টুনস ম্যাগের জন্য ধলা আর সাদা নামে এই চরিত্র দুটি দাড় করলাম। খুব সহজ সরল, সাদা-মাঠা চরিত্র। এখন থেকে এই চরিত্র দুটি টুনস ম্যাগের পাঠকদের সাথে কথা বলবে। এবং তারা টুনস ম্যাগের-ই প্রতি নিধিত্ব করবে। সাদা আর ধলা কমিক ধারাবাহিক টুনস ম্যাগে জন্য নিয়মিত প্রকাশিত হবে। টুনস ম্যাগ পড়ুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে আর কি কি পড়তে চান তা আমাদের লিখে জানান।

'যুদ্ধের শিশু' আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী, নরওয়ে - ২০১৫

Image
১২ সেপ্টেম্বর নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারিতে উদ্বোধন হতে যাচ্ছে, 'যুদ্ধের শিশু' শীর্ষক আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে ৫১ টি দেশের ১২৮ জন কার্টুনিস্ট অংশ নিয়েছেন। সর্বমোট কার্টুন জমা পরেছিল ৫৫৮ টি, এর মধ্য থেকে ৭০ টি কার্টুন নিয়ে এই আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। নরওয়ের বেশ কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত হবে এছাড়া সুইডেন,  স্লোভাকিয়া, নেদারল্যান্ড,অর্মেজিয়া, তুরস্ক, জর্দান ও দক্ষিন আফ্রিকায় প্রদর্শিত হবে। উক্ত  আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজক হিসাবে রয়েছেন বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান এবং  সিরিয়ান কার্টুনিস্ট ফাদি আবু হাসান।  সার্বিক সহযোগিতায় নরওয়েজিয়ান কার্টুনিস্ট হাউজ এবং টুনস ম্যাগ। এই বিষয়ে আরো বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

একটা কার্টুন আর পাঁচ অংকের সম্মানী

Image
সম্প্রতি নরওয়ের একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত আমার একটি রাজনৈতিক কার্টুন।   কার্টুনের বিষয়: রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নরওয়ে ২০১৫।    মাস দুয়েক আগে এক সাময়িক পত্রিকার সম্পাদকের নিকট হতে একখানা ই-পত্র পেয়েছিলাম। আমার ই-পত্রের ঠিকানা তিনি  কোথায় পেয়েছিলেন তা আমার অজানা। কারণ- তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন না। সম্পাদক সাহেব পত্রটি লিখেছিলেন ''নতুন নরওয়েজিয়ান ভাষায়।'' নতুন নরওয়েজিয়ান ভাষা জানা না থাকলেও, বার্তা পড়ের সারমর্ম অনুমান করতে পেরেছিলাম বিশেষ করে সম্মানীর ঘরে পাঁচ অংকের সংখ্যাটা দেখে। বিশ্বাসও  করতে ভালো লাগছিল আবার দ্বিধায়ও ভুগছিলাম, কারণ এই অংকের সম্মানী একটা কার্টুনের জন্য এই দেশে কেউ আমাকে প্রস্তাব করে নাই। আবার ভাবছিলাম অনুমান ভুলও হতে পারে, কারণ অনুমান সব সময় সঠিক হয় না। দ্বিধা দূরকরা প্রয়োজন, তাই আমার অন্যতম ঘনিষ্ট বান্ধবীর সহায়তা নিলাম। তাকে জিজ্ঞাসা করার লক্ষ্যে একটা রেস্তোরাঁয় আমন্ত্রণ জানালাম। এরপর জিজ্ঞাসা করলাম, সম্পাদক সাহেব কি বলতে চেয়েছেন, আমি তো এই সংখ্যাটা ছাড়া আর কিছু তেমন বুঝি নাই।  তুমি কি আমাকে ই-বার্তাটা বুঝিয়ে বলবে।  তো, তার ব

টুনস ম্যাগ কে বিজয়ী করতে ভোট দিন

Image
ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর বাংলা ভাষা বিভাগে টুনস ম্যাগ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে৷ অনলাইন ব্যবহারকারীদের ভোটে এই বিভাগে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে৷ টুনস ম্যাগ কে বিজয়ী করতে ভোট দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের জয়ের লক্ষ্যে পৌছে দিতে পারে। টুনস ম্যাগকে ভোট করুন আর বাক স্বাধীনতাকে সমর্থন করুন। ভোট দেয়ার জন্য লগ ইন করুন https://thebobs.com/bengali/category/2015/peoples-choice-for-bengali-2015/

আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী

Image
অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজন করা। এই ইচ্ছের ধারাবাহিকতায় একটা প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি নরওয়েতে। প্রোজেক্ট এর আইডিয়া ছিল সিরিয়ান কার্টুনিস্ট ফাদি আবু হাসানের। আমি পার্টনার হিসাবে কাজ করছি।  আর কার্টুন ম্যাগাজিন টুনস ম্যাগ মিডিয়া স্পন্সর হিসাবে কাজ করছে। এপর্যন্ত প্রায় ৫০ টি দেশের ১০০+ কার্টুনিস্ট এর ৫০০-এর  উপরে কার্টুন পেয়েছি।  আমি খুব আশাবাদী প্রজেক্ট টা নিয়ে।  নরওয়ে-এর বেশ কিছু স্থানে কার্টুন গুলি প্রদর্শিত হবে।  এছাড়া দক্ষিন আফ্রিকার কেপ টাউন -এ  প্রদর্শিত হবে। 

সন্ত্রাসী আক্রমন ও আমার প্রতিক্রিয়া

Image
৭/১/২০১৫ প্যারিসের চার্লি হেব্দ ব্যঙ্গ পত্রিকা অফিসে আক্রমন ও কার্টুনিস্টদের গুলিকরে হত্যা ও আক্রমনটা ছিল প্রকৃত পক্ষে বাক-স্বাধীনতায় আক্রমন।  এটি ছিল পৃথিবীর সকল কার্টুনিস্টদের বিরুদ্ধে আক্রমন। ঠিক গতকালের (১৪/২/২০১৫) কোপেনহেগেনের সন্ত্রাসী আক্রমনটা ছিল প্যারিসের চার্লি হেব্দ ব্যঙ্গ পত্রিকা অফিসে আক্রমন-এর ধারাবাহিকতার ফল।  সন্ত্রাসীরা বোঝাতে চাচ্ছে তারা অনেক শক্তিশালী।  তাদের অনেক ক্ষমতা, ঈশ্বরের মত তারাও সর্ব ক্ষেত্রে বিদ্যমান। আমার হাত সন্ত্রাসীদের ভয় পায়না, তাই আঁকছি নির্ভিক ভাবে। আমি আঁকতেই থাকব যতদিন বেচে থাকব।

কার্টুন প্রদর্শনীর খবর : অসলো, নরওয়ে।

Image
কার্টুন প্রদর্শনীর খবর : অসলো, নরওয়ে। অসলো নরওয়েতে, অসলো অকেশুস বিশ্ববিদ্যালয় কলেজে বাক-স্বাধীনতা বিষয়ক কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে আজ থেকে। সেখানে আমার বেশ কিছু কার্টুন স্থান পেয়েছে। খবরের লিংক:  http://www.osloby.no/nyheter/Karikaturutstilling-flyttet-i-siste-liten-7895322.html