কার্টুনিস্টস শপ নির্মাণ কাজ চলিতেছে।


গত বছর অর্থাৎ ২০১৬ সালের ১লা অক্টবর একটা প্রকল্প শুরু করেছি, নাম কার্টুনিস্টস শপ বা কার্টুনিস্টদের দোকান। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। আশাকরছি চলতি বছর জুন-জুলাই প্রকল্পটির কাজ শেষ হবে।

কার্টুনিস্টস শপ হলো কার্টুনিস্টদের একটি ইন্টারনেট ভিত্তিক মার্কেটপ্লেস যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের দেশের কার্টুনিস্ট/আর্টিস্ট, তাদের শিল্পকর্ম বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে।

কার্টুনিস্টস শপ থেকে ক্রেতা শিল্পকর্মের ডিজিটাল কপি বা কাগজে মুদ্রিত কপি উভয় সংস্করণ কিনতে পারবে।
ডিজিটাল কপি ক্রেতা ক্রয় এবং মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। কাগজে মুদ্রিত কপির ক্ষেত্রে ২ সাপ্তাহের মধ্যে তা ডাকযোগে প্রেরণ করা হবে।
শিল্পকর্ম ক্রয়ের পাশাপাশি ক্রেতা তার প্রকল্পের কাজের জন্য শিল্পীর সেবা ক্রয় করতে পারবে।
ক্রেতা প্যেপাল এবং ক্রেডিটকার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবে।

শিল্পকর্মের মধ্যে থাকবে কার্টুন, কমিক স্ট্রিপ, ক্যারিকেচার, ইলাস্ট্রেশন, পেইন্টিংস এবং অন্যান্য। সেবার মধ্যে থাকবে ক্যারিকেচার অঙ্কন এবং ইলাস্ট্রেশন সার্ভিস।

শিল্পী তার একাউন্টে তার শিল্পকর্ম বিক্রয়ের পরিসংখ্যান দেখতে পারবে।
অনুরূপ ক্রেতা তার একাউন্টে ক্রয়ের পরিসংখ্যান দেখতে পারবে এবং যেকোনো সময় তা ডাউনলোড করতে পারবে।

শিল্পী তার প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলনের জন্য অনুরোধ পাঠাতে পারবে এবং প্যেপালের মাধম্যে শিল্পীকে মূল্য পরিশোধ করা হবে।

শিল্পী এবং ক্রেতার জন্য একটি হেল্পডেস্ক থাকবে, যেকোনো প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারবে।

প্রকল্পটির আপডেট পেতে এই লিংকে https://www.cartoonistsshop.com গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুক বা টুইটারে অনুসরণ করতে পারেন।

Comments

Popular posts from this blog

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

Dive into the Colorful World of Cartoon Art: A Journey through Toons Mag Articles

Celebrating 14 Years of Toons Mag: Championing Freedom of Expression