Posts

Showing posts with the label Bangladesh

Bengali

Image
Bengali is a Nagari-derived script that appeared in eastern South Asia around the 11th century CE. It is still currently used in Bangladesh, as well as the state of West Bengal in India (hence the script's name) on the eastern part of India. The old Bengali script (11th century CE) is also the parent to many other scripts of eastern India, such as a Oriya, Manipuri, and Maithili. The Bengali script is used to write languages in eastern India such as Bengali, Assamese, and Manipuri. Once again, like other South Asian writing systems, vowels following a consonant other than the default /a/ is written with extra strokes, as in the following example: Quick Facts Type Syllabic Alphabetic Genealogy Brahmi Location South Asia Time 11th century CE to Present Direction Left to right

Visit Bangladesh– Life Happens Here!

Image
Visit Bangladesh– Life Happens Here!

আমাদের সমস্যাটা অজ্ঞানতা, ধর্মান্ধতা আর অসচেতনতা।

Image
(প্রথমে ভিডিও দেখুন, এরপর আমার ব্লগ পড়ুন) একজন বাঙালি হিসাবে আমি মনে করি বাংলাদেশের দেয়ালে ''এখানে প্রস্রাব করা নিষেধ, ১০০ গজ সামনেই মসজিদ'' শব্দটা আরবিতে লিখে মানুষকে জোড় করে মসজিদ মুখী করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা মাত্র। সহজ সরল মানুষদের ধর্মীয় দুর্বলতাটাকে পুঁজি করে এমন কাজ আমি সমর্থন করি না। আমি মনে করি এটি ধুরন্ধপনা, প্রতারণা। কারণ আরবি অন্ধ বাঙালি মুসলমান ''এখানে প্রস্রাব করা নিষেধ'' শব্দটাকে কোরানের আয়াত বা আল্লাহর কথা হিসাবে মান্য করছে, নগর পরিস্কার করার উদ্যেশে নয়। এভাবে ধর্মীয় দুর্বলতাটাকে পুঁজি করে ধোকা  দিয়ে বোকা বানিয়ে, আরবি শব্দের প্রচার আর মসজিদের প্রসার-এর অপপ্রচার থেকে সরকারকে বিরত থাকা উচিত। ১৯৫২ সালে আমরা প্রাণ দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছিলাম।  আমার ভাষা বিশ্বের অন্যতম কথিত ও লিখিত ভাষা। আসুন আমরা সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যাবহার করি। আরবি ভাষা আমাদের জন্য সমাধান নয়। ঢাকা শহরে পর্যাপ্ত পরিমান পাবলিক টয়লেট নাই, আর যেগুলো আছে সে গুলো যথেষ্ট নয়, তার পর আবার সেগুলো নোংরা, নিয়মিত পরিস্কার পরিচ্ছন করা হয় না

Beautiful Bangladesh - School of Life

Image
Beautiful Bangladesh - School of Life

Beautiful Bangladesh - Land Of Stories

Image
Beautiful Bangladesh - Land Of Stories

Beautiful Bangladesh - Land Of Rivers

Image
Beautiful Bangladesh - Land Of Rivers