Posts

Showing posts with the label কবিতা

বাংলা ভাষা

Image
বাংলা এমন একটি ভাষা, যে ভাষা বক্তাকে দেয় স্বাধীনতা; ভাব প্রকাশের, ব্যাক্য গঠনের, শব্দ চয়নের। যথা: “ আমি ভাত খাই। আমি খাই ভাত। খাই আমি ভাত। খাই ভাত আমি। ভাত খাই আমি। ভাত আমি খাই ”। সকলই সঠিক বাক্য ভাব প্রকাশে। বাংলা এমন একটি ভাষা, যে ভাষায় লিঙ্গ বৈষ্যম্য বিলীন। নারী ও পুরুষ কন্ঠে কন্ঠ মিলিয়ে একই বাক্যে বলতে পারে; আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। বাংলা এমন একটি ভাষা, যে ভাষায় মানুষ প্রকাশ করে সম্মান, ভালোবাসা, স্নেহ; আপনি, তুমি, তুই আবেগ ও সম্পর্কের অনুপাতে। বাংলা পৃথিবীর সহজতম ভাষা, এ ভাষা বাঙালির ঐতিহ্য, আবেগ প্রকাশের পরিভাষা।

মুহূর্তের আলিঙ্গনে

বছর খানেকের তরে আমি ভুলে যেতে চাই, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কি হারালাম, কি পেলাম, কোনটা নামি, কোনটা দামি।  উদাসীন আমি, ভাবনা ছিল কম জীবন, ভবিষৎ প্রসঙ্গে অল্পতেই ছিলাম তুষ্ট, সন্তুষ্ট। চলতাম সময় স্রোতে বেহুঁশে গা ভাসিয়ে।  ঋতুর পরে ঋতু এসে চলে গেছে, আমি থেকেছি সকল প্রহরে একই ঘরে, একই তরে, বেখেয়ালিতে। বিচ্ছিন্ন ছিলাম, ছিলাম বাস্তবতা থেকে অনেক দূরে। ছিলাম আমার পথে একা, অচেনা সে পথে বসন্ত দেয়নি দেখা। হিমেল হাওয়া দিয়েছে দোলা, নিযুত বছর ধরে যেভাবে দিয়ে চলেছে সবার চুলে, সবার গালে।  যে মুহূর্ত চলে গেছে সে তো আর আসবে না , হয়তো আসবে নতুন মুহূর্ত, হয়তো সেটি হবে উত্তম অথবা অন্য রকম। আমি প্রস্তুত নতুন মুহূর্তকে আলিঙ্গন করতে।

আমিও যাবো

আমিও যাবো ।। আমিও যাবো চলে..... দূর অজানায় সেখানে মেঘেরা মেশে আকাশের নীল রঙে।। তুমি সাথে আসবে কি, আমার সাথে যাবে কি মেঘের ভেলায় করে যাবো নীল পাহাড়ে। আমার আগে গেছে সেথা আরো অনেকে। দিন শেষে খেলা ফেলে সকলেই যাবে চলে। হাসবো আমিও রাতের আকাশের তারা হয়ে। 

আমার ভুবনে আমি স্বাধীন

Image
ভাবনা গুলো মেঘের তুলো মনের আকাশে প্রতিটা  দিন, আমার ভুবনে আমি স্বাধীন। আমার আঁকা ড্রইং খাতা পাখির মতই মিলবে ডানা ভেঙ্গে খাঁচা সকল মানা, খাঁচায় বাঁচা মূল্যহীন। আমার ভুবনে আমি স্বাধীন। আমার হাতের রঙ পেন্সিল ইচ্ছে মত আঁকে চেষ্টা করেও যাবে নাতো আটকে রাখা তাকে। চলব আমি অন্তহীন আমার ভুবনে আমি স্বাধীন।