টুনস ম্যাগ প্রথম আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ২০১৬


আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে টুনস ম্যাগ-এর পক্ষ থেকে একটি আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি।
প্রতিযোগিতার বিষয়ঃ নারী অধিকার
কার্টুন পাঠানোর শেষ সময়ঃ ২০ ফেব্রুয়ারি ২০১৬
পরিমাপঃ A4, ৩০০ DPI.

পুরস্কার সমূহঃ 
প্রথম পুরস্কারঃ Wacom Intuos Pen & Touch Medium এবং সনদ পত্র ।
দ্বিতীয় পুরস্কারঃ Wacom Intuos Pen & Touch Small এবং সনদ পত্র ।
তৃতীয় পুরস্কারঃ Wacom Intuos Pen Small এবং সনদ পত্র ।
এছাড়াও অতিরিক্ত ৭ জন কার্টুনিস্ট পাবেন বিশেষ পুরস্কার, সনদ পত্র।

নীতিমালাঃ
১। যে কোন দেশের ও বয়সের কার্টুনিস্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২। কার্টুন মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে। নকল কাজ গ্রহন যোগ্য নয়।
৩। প্রতিযোগী সর্ব সাকুল্যে ৫ টি কার্টুন জমা দিতে পারবে। কার্টুন সাদাকালো বা রঙ্গিন হতে পারে। সংলাপ ব্যতিত হওয়া উত্তম, সংলাপ ব্যবহার করলে তা ইংরেজিতে হওয়া বাঞ্ছনীয়।
৪। প্রাথমিক ভাবে জমা হওয়া কার্টুন গুলোর মধ্য থেকে আন্তর্জাতিক বিচারক মণ্ডলী প্রতিযোগিতার জন্য যোগ্য কার্টুন সমূহ নির্বাচন করবেন যা http://bd.toonsmag.com –এ প্রকাশিত হবে। এবং এই সকল কার্টুনের মধ্য থেকে পুরস্কারের জন্য, যথাক্রমেঃ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় পুরস্কারের জন্য নির্বাচিত হবে।
৫। আন্তর্জাতিক বিচারক মণ্ডলী তাঁদের দেশের হয়ে কার্টুন প্রদর্শনীতে প্রতিনিধিত্ব করতে পারবেন। তবে কার্টুন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে অংশ নিতে পারবেন না।
৬। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কার্টুন সমূহ প্রচারণা মূলক কাজে ব্যবহৃত হতে পারে যেমনঃ ওয়েব সাইট, সংবাদপত্র, ক্যলেন্ডার, পোস্টার, আমন্ত্রনপত্র ইত্যাদি। এ জন্য টুনস ম্যাগ উক্ত কার্টুনিস্টকে জিজ্ঞাসা বা কোন প্রকার অর্থ প্রদান করতে বাধ্য থাকিবে না।
৭। কার্টুন ইমেইল মারফৎ পাঠাতে হবে, ঠিকানাঃ wr@toonsmag.com সংযুক্তি হিসাবে কার্টুনিস্ট –এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং এক কপি ছবি পাঠাতে হবে।
৮। টুনস ম্যাগ উক্ত প্রতিযোগিতার তারিখ এবং অন্যান্য শর্তাবলী পরিবর্তন বা সংযোজনের অধিকার সংরক্ষণ করে।

প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে ৮ মার্চ ২০১৬, আন্তর্জাতিক নারী দিবসে। আরও তথ্য পর্যায়ক্রমে আপনাদের অবহিত করবো। চোখ রাখুন http://bd.toonsmag.com

টুনস ম্যাগ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা রইল।

Comments

Popular posts from this blog

Dive into the Colorful World of Cartoon Art: A Journey through Toons Mag Articles

Welcome to Cartoonist Network: A Haven for Creative Minds

Celebrating 14 Years of Toons Mag: Championing Freedom of Expression