টুনস ম্যাগ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ২০১৬

৮ মার্চ ২০১৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
প্রতিযোগিতার বিষয় নারী অধিকার, উক্ত প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত, যে কেউ অংশগ্রহন করতে পারবে।

পুরস্কার বিজয়ী কার্টুন সমূহ দিয়ে ৮ মার্চ ২০১৬ নারী দিবস উপলক্ষ্যে একই সাথে নরওয়ে এবং ভারতে প্রদর্শনীর আয়োজন করা হবে।

আপনাকে উক্ত প্রতিযোগিতায় এবং প্রদর্শনীতে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসাবে রয়েছেন ৮ দেশের ৮ জন বিখ্যাত কার্টুনিস্ট:

সিরি দক্কেন
কার্টুনিস্ট, নরওয়ে

সাবিনে ভিগ্ত
কার্টুনিস্ট, জার্মানি

সাদাত দেমির ইঅল্সিন
কার্টুনিস্ট, তুরস্ক

নিগার নজর
কার্টুনিস্ট, পাকিস্তান

আহসান হাবিব
কার্টুনিস্ট এবং উন্মাদ ম্যাগাজিন সম্পাদক, বাংলাদেশ

বরিস্লাভ স্তান্কভিক স্তাবর
কার্টুনিস্ট , সার্বিয়া

জন-এরিক  আন্দের
কার্টুনিস্ট , সুইডেন

ম্যাট বুইর্কের
কার্টুনিস্ট, আমেরিকা

প্রতিযোগীদের নাম সমূহ দেখতে : http://my.fnf.fm/1mfaxGN
প্রতিযোগিতার ঘোষণা ও পুরস্কার সংক্রান্ত তথ্যের জন্য  : http://my.fnf.fm/1QCM2jZ
প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদের নামের তালিকা: http://my.fnf.fm/1YCRMPc

উক্ত আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় নরওয়েতে নরওয়েজিয়ান কার্টুনিস্ট গ্যালারী এবং ভারতে ভারতীয় কার্টুনিস্ট ইনস্টিটিউট সহযোগী হিসাবে রয়েছে।

আয়োজনে-
আরিফুর রহমান
কার্টুনিস্ট এবং প্রতিষ্ঠাতা, টুনস ম্যাগ, বাংলাদেশ / নরওয়ে

Comments

Popular posts from this blog

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

শিশু দিবস

From Procrastination to Action: Redefining My Priorities