'চার্লি হেব্দ' সল্প দৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র
'চার্লি হেব্দ' নামে ৪ মিনিটের একটি সল্প দৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র বানিয়েছি।
চলচ্চিত্রটি চার্লি হেব্দ-এর নিহত কার্টুনিস্ট যারা তাদের মুক্ত মত প্রকাশের কারণে নিহত হয়েছিলেন তাদের প্রতি উত্সর্গ করা হয়েছে। উক্ত চলচ্চিত্রটি আগামীকাল নেদারল্যান্ড-এর আমস্টার্ডাম শহরে প্রথম প্রদর্শিত হবে। এছাড়া নরওয়ের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।
Comments
Post a Comment