আন্তঃডাকাতি

চিত্র: প্রতীকী
আন্তঃজালে নাটক বা চলচ্চিত্র দেখার একটি আন্তঃনাট্যশালা আছে, সেখানে যে কেউ সদস্য হতে পারে, এবং মাসিক অর্থ প্রদানের ভিত্তিতে আত্মবিনোদিত হতে পারে অর্থাৎ, নাটক বা চলচ্চিত্র উপভোগ করতে পারে। গতপরশু রাতে গতানুগতিক একটি চলচ্চিত্র দেখছিলাম। হঠাৎ খাতাযন্ত্রের পর্দায় পরপর দুটি বার্তা প্রাপ্তির প্রজ্ঞাপন ভেসে উঠলো। বার্তা দুটি পড়ার পর বুঝতে পারলাম কেউ একজন অবৈধ অনুপ্রবেশ করে আমার আন্তঃনাট্যশালয় যোগ করা আমার আন্তঃবার্তা ঠিকানা এবং মুঠোফোনের সংখ্যা পরিবর্তন করেছেন। সোজা বাংলায় বলতে গেলে কেউ এক জন উক্ত আন্তঃনাট্যশালায় আমার প্রবেশাধিকার ডাকাতি করে ছিনিয়ে নিয়েছেন।  দূরদর্শনের পর্দায় আমার আন্তঃবার্তা ঠিকানার স্থলে অজানা একটি ঠিকানা দেখতে পেয়ে হতচকিত হলাম। এরপর আমি কোলযন্ত্র দিয়ে উক্ত আন্তঃনাট্যশালয় আমার তথ্য দিয়ে প্রবেশ করার চেষ্টা করতেই, পর্দায় ভেসে উঠলো "আপনি ভুল তথ্য প্রবেশ করিয়েছেন", নিরুপায় হয়ে আমি যথাযথ কতৃপক্ষের সঙ্গে বার্তা পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। সর্ব শেষ চেষ্টা হিসেবে আমি তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম এবং তাদের যোগাযোগের সংখ্যায় দূরালাপনের মাধ্যমের আলাপ করলাম। যথাযথ কতৃপক্ষকে বিস্তারিত অবিহিত করার পর জানালেন যে, কেউ একজন অবৈধ অনুপ্রবেশ করে কাজটি করেছেন, সর্বোপরি তিনি আমাকে আমার প্রবেশাধিকার পুনরুদ্ধার করতে সহযোগিতা করলেন। এরপর আমি প্রবেশাধিকার উদ্ধার করে নতুন গোপন শব্দ চাবি যোগ করে আন্তঃনাট্যশালা উপভোগ করতে লাগলাম। 

Comments

Popular posts from this blog

The Best Webcomic Platforms to Publish Your Work

How to Make Money as a Cartoonist in 2025

The History of Disney Animation: From Steamboat Willie to Frozen