আসুন আমাদের সহায়তার হাত সম্প্রসারিত করি
মানুষ হিসাবে, মানুষের বিপদে পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
আসুন আমাদের সহায়তার হাত সম্প্রসারিত করি;
সাড়ে পাঁচবছর বয়সী আর্য ক্যান্সারের সাথে লড়ছে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে। গত ১৫ এপ্রিল আর্যর ব্রেইন টিউমারের অপারেশন করেন নিউরোসার্জন ডা: এ আর চাকো। প্রয়োজনীয় পরীক্ষায় আর্যর টিউমারে দ্বিতীয় গ্রেডের ক্যান্সার ধরা পড়ে। এমআরআই, কেমোথেরাপী ইত্যাদিতে আর্যর চিকিত্সার জন্য পনের লাখ টাকার মত প্রয়োজন। আর্যর মধ্যবিত্ত ও তরুন বাবা-মা ইতোমধ্যে সব টাকা শেষ করে ফেলেছেন। চিকিৎসার ব্যয়ভার যোগাড় করতে না পেরে আর্যর মা মিনার্ভা সেঁজুতি পাগলপ্রায় হয়ে আছেন। আসুন আমরা শিশু আর্যর পাশে দাঁড়াই। আর্যর অসহায় বাবা-মার হাতে হাত ধরি, এই পরিবারটির হাসি অটুট রাখতে সাহায্য করি।
বিস্তারিত জানতে অনুগ্রহ করে লিংক-এ ক্লিক করুন https://www.facebook.com/groups/133650583656026/
আসুন আমাদের সহায়তার হাত সম্প্রসারিত করি;
সাড়ে পাঁচবছর বয়সী আর্য ক্যান্সারের সাথে লড়ছে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে। গত ১৫ এপ্রিল আর্যর ব্রেইন টিউমারের অপারেশন করেন নিউরোসার্জন ডা: এ আর চাকো। প্রয়োজনীয় পরীক্ষায় আর্যর টিউমারে দ্বিতীয় গ্রেডের ক্যান্সার ধরা পড়ে। এমআরআই, কেমোথেরাপী ইত্যাদিতে আর্যর চিকিত্সার জন্য পনের লাখ টাকার মত প্রয়োজন। আর্যর মধ্যবিত্ত ও তরুন বাবা-মা ইতোমধ্যে সব টাকা শেষ করে ফেলেছেন। চিকিৎসার ব্যয়ভার যোগাড় করতে না পেরে আর্যর মা মিনার্ভা সেঁজুতি পাগলপ্রায় হয়ে আছেন। আসুন আমরা শিশু আর্যর পাশে দাঁড়াই। আর্যর অসহায় বাবা-মার হাতে হাত ধরি, এই পরিবারটির হাসি অটুট রাখতে সাহায্য করি।
বিস্তারিত জানতে অনুগ্রহ করে লিংক-এ ক্লিক করুন https://www.facebook.com/groups/133650583656026/
Comments
Post a Comment