Posts

পুরাণ কথা - ১

Image
ভারতীয় পুরাণে বর্ণিত দেবী সরস্বতীর ন্যায় একটি চটিত্র গ্রিক পুরাণেও খুঁজে পাওয়া যায় নাম লেডা (Leda). লেডা ছিলেন রাজা থেস্তিউস-এর কন্যা এবং হেলেন-এর মাতা। সরস্বতীর সাথে লেডার সাদৃশ্য: রাজহংস উভয়েরই সঙ্গী ছিল, তাই রাজহংসের সাথে উভয়েরই চিত্র বা মূর্তি দেখা যায়। আমাদের দেশে পূজায় যেমন সরস্বতীর প্রতিমার সাথে রাজহংসকে গড়া হয়। অন্য দিকে ইউরোপীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলো সহ অনেকের চিত্রকর্মেই উঠে এসেছে গ্রিক পুরানের লেডার সাথে রাজহংস। সরস্বতীর সাথে লেডার পার্থক্য: ভারতীয় পুরাণে সরস্বতীর বাহন ছিল রাজহংস, এখানে রাজহংসের ভূমিকা ''বাহন'' স্বরূপ। অন্য দিকে গ্রিক পুরাণে লেডার সাথে রাজহংসের সম্পর্ক  ছিল ''শারীরিক''। গ্রিক পুরাণের বর্ণনা অনুযায়ী দেবতা জিউস রাজহংসের রূপ ধারণ করে লেডার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। পুনশ্চ: ১. দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী এবং বাংলায় সরস্বতী দ্বিভূজা ও রাজহংসের পৃষ্ঠে আসীন। ২. গ্রিক দেবতা জিউস অনেক রূপেই নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন আর লেডা ছিল সেই সব নারীদেরই একজন।

আদিবাসীদের জন্য

Image
একটি নরোয়েজিয় দাতব্য সংস্থা'র পক্ষ থেকে তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এবং আমি তাদের আমন্ত্রণে সারা দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম গতকাল। তাদের আয়োজন দেখে আমি মুগ্ধ-অবিভূত। সেখানে তারা শিশু-কিশোর থেকে প্রাপ্তবয়স্কদের দৌড়ের আয়োজন করেছিল। দৌড়ে যারা অংশগ্রহন করেছিলেন তাদের সকলের-ই পৃষ্ঠপোষক আছেন। এই দৌড়ের বিশেষত্ব হলো যে যত দৌড়াবে তাদের পৃষ্ঠপোষকগনের কাছ থেকে সে তত টাকা পাবে। আর তাদের অর্জিত সকল টাকা একত্র করে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠির শিক্ষা ও চিকিত্সাখাতে ব্যয় করবে। অনেক লোক সমাগম হয়েছিল, অনুষ্ঠানে আমি একটি বক্তৃতা দিয়েছিলাম। আমি মনে করি আমাদের দেশের আদিবাসীদের জন্য এটি একটি মহতি উদ্যোগ। আমি তাদের এইরূপ উদ্যোগ ও আন্তরিকতা দেখে আমি মুগ্ধ, আর এই কারণেই একজন বাংলাদেশী হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সহ প্রসংসা করেছি। একই সাথে আমিও আমার অবস্থান থেকে আদিবাসী জনগোষ্ঠির উন্নয়নে অর্থ সংগ্রহের জন্য আমার আঁকা কার্টুনের ৩৪ টি কপি দান করেছি। প্রতিটি কার্টুন ৫০০ ক্রোনার বা প্রায় পাঁচ হাজার টাকা হিসেবে বিক্রি হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মেয়র সহ গন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দুই দেশের তিনটি স্থানে আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনী

Image
গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে টুনস ম্যাগ আয়োজিত একই সাথে দুই টি দেশের তিনটি স্থানে উদ্বোধন হলো ' নারী অধিকার শীর্ষক'' আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার প্রদর্শনী।  বিশ্বব্যাপী নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা এবং নারী অধিকার বাস্তবায়নে সবাইকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। নরওয়ে প্রবাসী বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান টুনস ম্যাগের প্রতিষ্ঠাতা ও প্রকাশক। তিনি এই আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীর আয়োজক। কার্টুন বাস্তবতার প্রতিচ্ছবি এই বছর নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সকল নারীর অধিকারের প্রতি সমর্থন জানানোর সাথে সাথে বিশ্বের কাছে নারী অধিকারের এবং বিভিন্ন দেশের এবং সমাজের নারীর অবস্থানের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।   আরব ও মধ্যপ্রাচ্য-এর কার্টুনে উঠে এসেছে শিশু বিবাহ, নারী নির্যাতন, পুরুষের বহুবিবাহ, নারী পুরুষের বৈষম্য এবং ধর্মীয় কুসংস্কার। দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্টুনে উঠে এসেছে নারী পাচারও পতিতা বৃত্তির বিষয় গুলি। দক্ষিণ এশিয়ার কার্টুনে উঠে