পুরাণ কথা - ১
ভারতীয় পুরাণে বর্ণিত দেবী সরস্বতীর ন্যায় একটি চটিত্র গ্রিক পুরাণেও খুঁজে পাওয়া যায় নাম লেডা (Leda). লেডা ছিলেন রাজা থেস্তিউস-এর কন্যা এবং হেলেন-এর মাতা।
সরস্বতীর সাথে লেডার সাদৃশ্য: রাজহংস উভয়েরই সঙ্গী ছিল, তাই রাজহংসের সাথে উভয়েরই চিত্র বা মূর্তি দেখা যায়। আমাদের দেশে পূজায় যেমন সরস্বতীর প্রতিমার সাথে রাজহংসকে গড়া হয়। অন্য দিকে ইউরোপীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলো সহ অনেকের চিত্রকর্মেই উঠে এসেছে গ্রিক পুরানের লেডার সাথে রাজহংস।
সরস্বতীর সাথে লেডার পার্থক্য: ভারতীয় পুরাণে সরস্বতীর বাহন ছিল রাজহংস, এখানে রাজহংসের ভূমিকা ''বাহন'' স্বরূপ। অন্য দিকে গ্রিক পুরাণে লেডার সাথে রাজহংসের সম্পর্ক ছিল ''শারীরিক''। গ্রিক পুরাণের বর্ণনা অনুযায়ী দেবতা জিউস রাজহংসের রূপ ধারণ করে লেডার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।
পুনশ্চ:
১. দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী এবং বাংলায় সরস্বতী দ্বিভূজা ও রাজহংসের পৃষ্ঠে আসীন।
২. গ্রিক দেবতা জিউস অনেক রূপেই নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন আর লেডা ছিল সেই সব নারীদেরই একজন।
Comments
Post a Comment