The story of a Bengali


When my grandparents were born.
By born they were British Indian citizen.
Because on this time our part of Bengal was part of India,
and India was the colony of Britain.

When my parents were born.
By born they were the Pakistani citizen.
Because on the time our part of Bengal was united with Pakistan,
and separated from India.
and the colony of Pakistan.

When I was born, by born I was a Bangladeshi citizen.
Because at the time we were independent.
This is a story of my generation who born in Bangladesh.

Maybe our next generation will extend the story,
and will tell you the untold part of the story and continue.

Arifur Rahman
Drøbak, Norway

Bengali: 
আমার দাদা-দাদী যখন জন্মগ্রহণ করেছিলেন,
তখন জন্মসূত্রে তারা ছিলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক।
কারণ সে সময়ে আমাদের বঙ্গভূমি ভারতের অংশ ছিল,
আর ভারত তখন ব্রিটেনের উপনিবেশ ছিল।


আমার বাবা-মা যখন জন্মগ্রহণ করেছিলেন,
তখন জন্মসূত্রে তারা ছিলেন পাকিস্তানি নাগরিক।
কারণ সে সময়ে আমাদের বঙ্গভূমি পাকিস্তানের অংশ ছিল,
এবং আমরা তখন পাকিস্তানের উপনিবেশ ছিলাম।


আমি যখন জন্মগ্রহণ করেছিলাম,
জন্মসূত্রে আমি  তখন একজন বাংলাদেশী নাগরিক ছিলাম।
কারণ আমরা তখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিলাম।
এটি আমার গল্প, আমাদের গল্প।

আমাদের পরবর্তী প্রজন্ম গল্পটাকে সম্প্রসারিত করবে,
তাঁরা আমার না বলা অংশটুকু বলবে,
এবং গল্প অবিরত থাকবে।

আরিফুর রহমান 
দ্রব্যাক, নরওয়ে

Norsk:
Da besteforeldrene mine ble født.
Av fødte var de britiske indianere.
Fordi på denne tiden var vår del av Bengal en del av India,
og India var kolonien i Storbritannia.

Da foreldrene mine ble født.
Av fødte var de pakistanske statsborgere.
Fordi på den tiden var vår del av Bengal forent med Pakistan og skilt fra India.
og kolonien i pakistan.

Da jeg ble født, var jeg født av Bangladesh.
Fordi da vi var uavhengige.
Dette er en historie om min generasjon som er født i Bangladesh.

Kanskje vår neste generasjon vil forlenge historien,
og vil fortelle deg den ufortalte delen av historien og fortsette.


Arifur Rahman
Drøbak, Norge

Comments

Popular posts from this blog

Welcome to Cartoonist Network: A Haven for Creative Minds

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

কার্টুন প্রদর্শনীর খবর : অসলো, নরওয়ে।