ফেসবুক ভেরিফাইড একাউন্ট
যথারীতি রাত জেগে আমার প্রকল্প নিয়ে কাজ করে রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সাড়ে দশটার দিকে এলার্মের শব্দে ঘুম ভেঙে গেলো। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিয়ে ইমেইল চেক করতে করতে দেখি ফেসবুক থেকে ইমেইল এসেছে। ইমেইলে লেখা আছে আপনার প্রোফাইল ফেসবুক কতৃক ভেরিফাইড করা হয়েছে, এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলের নামের পাশে নীল ব্যাজ প্রদর্শিত হবে। আপনি ভেরিফাইড ফেসবুক একাউন্ট না চাইলে 'সাবমিট এ রিকুয়েস্ট' লিংকে ক্লিক করতে বলেছে। নিরাপত্তা জনিত কারণে, আমি সাধারণত ইমেইলে পাওয়া কোনো লিংকে ক্লিক করি না। কখনো কখনো স্প্যামার বা হ্যাকার ইমেইলে লিংক পাঠিয়ে ক্লিক করতে বলে। যেমন এর আগে একবার ফেসবুকের মতোই ব্র্যান্ডেড ইমেইলে লিংক পাঠিয়ে লিখেছে আপনার একাউন্ট ঝুঁকিপূর্ণ এক্ষুনি পাসওয়ার্ড পরিবর্তন করুন। আমি লিংকে ক্লিক করতেই একটা সাইট ওপেন হলো, যেটার লগইন পেজ দেখতে অবিকল ফেসবুকের লগইন পেজের মতো, একটা ঘরে পুরাতন পাসওয়ার্ড চেয়েছে অন্য ঘরে নতুন পাসওয়ার্ড দিতে বলেছে, ইউআরএল-এর দিকে খেলাল করেই বুঝলাম এটি ফেসবুক নয়, এটি একটি ফাঁদ, সঙ্গে সঙ্গে আমি সাইটটি ত্যাগ করলাম। এই রকম আরো বেশ কয়েকবার হ্যাকাররা আমাকে ফাঁদে ফেরার চেষ্টা করেছে, তাই আমি ইমেইলে পাওয়া কোনো লিংকে ক্লিক করার বিষয়ে সতর্ক। তো যাই হোক, মোবাইলের পর্দায় ফেসবুকের নোটিফিকেশনেও ওই একই কথা ভেসে উঠেছে, 'আপনার প্রোফাইল ফেসবুক কতৃক ভেরিফাইড করা হয়েছে'। প্রথমে মনে হচ্ছিলো আমি ঘুমের ঘরে সকাল সকাল উল্টাপাল্টা দেখছি। তাই ফেসবুক এপপ্স ওপেন করে দেখলাম সত্যি তাই, তারপর কেন যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছিলো না, আমি এতোটাই এক্সসাইটেড হয়েছিলাম যে ল্যাপ্টপ চালু করে ফেসবুক প্রোফাইল যাচাই করে নিশ্চিত হলাম যে সত্যি সত্যি আমার ফেসবুক একাউন্ট, ফেসবুক কর্তৃক ভেরিফাইড হয়েছে।
Comments
Post a Comment