টুনস ম্যাগে নিয়োগ বিজ্ঞপ্তি

টুনস ম্যাগের নবম বর্ষপূর্তিকে উপলক্ষ্যে নতুন সংস্করণের কাজ চলছে। লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাইটের ফিচারে নতুনত্ব থাকছে, সেই সাথে থাকছে তথ্যের গভীরতা।
 নতুন বছরে সংক্ষিপ্ত নীতিবাক্য; it's time to change.

 বিভিন্ন CMS নিয়ে কাজ করেছেন, HTML, CSS-এ পারদর্শী, ইংরেজী ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পাড়েন এমন এক জনকে খন্ডকালীন Content Managmant কাজের জন্য নিয়োগ দেয়া হবে। যোগ্য এবং আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, কোন প্রশ্ন থেকে থাকলে সেটাও জানাতে পারেন। ইমেইল করতে পারেন এই ঠিকানায়: post@toonsmag.com বেতন আলোচনা সাপেক্ষ্য।

 উল্লেখ্য; টুনস ম্যাগ একটি অনলাইন কার্টুন ম্যাগাজিন। বর্তমানে পাঁচটি ভাষায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশী কার্টুনিস্ট আরিফুর রহমান টুনস ম্যাগের প্রতিষ্ঠাতা এবং প্রকাশক। প্রতি বছর বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগীতা ও প্রদর্শনীর আয়োজন করে আসছে, সেই সাথে বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগীতা এবং প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করে চলছে। “কার্টুনিস্ট অফ দ্যা ইয়ার” পদক প্রতি বছর টুনস ম্যাগ প্রদান করে থাকে। প্রতি মাসে ১৪০+ দেশ থেকে টুনস ম্যাগ পড়া হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

The Funniest Comics About Everyday Life

The Power of Political Cartoons in Modern Media

The Impact of Editorial Cartoons in Elections