ছবি আঁকতে দ্বীপে
আমাদের ড্রইং গ্রুপের পক্ষ থেকে ছবি আঁকতে আজ আমরা একটা দ্বীপে গিয়েছিলাম। সুইডেনের সাবেক রাজা অস্কারের নাম অনুসারে দ্বীপের নাম করণ করা হয়েছে ''অস্কারসবর্গ'' বা অস্কারের দ্বীপ।
দ্বীপটা অনেক বিখ্যাত। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ওই দ্বীপটা থেকেই হিটলারের পাঠানো যুদ্ধ জাহাজে গোলা বর্ষণ করে ধ্বংশ করে, নরওয়েকে রক্ষা করা হয়েছিল হিটলারের আগ্রাসন থেকে।
দ্বীপটার দুইটি অংশে বিভক্ত যা মাঝখানে ছোট্ট একটা কাঠের সেতু দিয়ে জোড়া দেয়া। সেতুটার নিচ দিয়ে ছোট ছোট দ্রুতযান নৌকা চলাচল করে থাকে।
দ্বীপের বড় অংশের উপর পুরাতন একটি কেল্লা। যা আকাশ থেকে দেখলে ইংরেজি D অক্ষরের মত দেখায়। যা এখন জাদুঘরে পরিনত করা হয়েছে।
দ্বীপের উপরে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত দানব আকৃতির কামান গুলো এখনো শোভা পাচ্ছে।
দ্বীপের বেশ কিছু স্থানে রয়েছে পাঁচ ছয় মিটারের ছোট ছোট ঝিনুক বালুর সৈকত। পানি প্রচন্ড ঠান্ডা আর লবনাক্ত। পাশ দিয়ে যখন টাইটানিক-আকৃতির বিশাল বিশাল জাহাজ গুলো যাচ্ছিল তখন ঢেউয়ের সঙ্গে ছোট ছোট তারা মাছ আর ঝিনুকেরা তীরে এসে ভীড় জমাচ্ছিল। আর কিছু গাংচিল আশেপাশে খাবারের সন্ধান করছিল।
আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কিছু ছবি আঁকলাম, কেউ ঘাস বা পাথর আঁকলো, কেউ সমুদ্রের ভাসমান নৌকা।
এর পর আমরা দ্বীপের উপরে অবস্থামান একটা রেস্তোরাঁয় গিয়ে কিছু পানাহার করে নৌকায় করে ফিরে এলাম।
দ্বীপটা অনেক বিখ্যাত। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ওই দ্বীপটা থেকেই হিটলারের পাঠানো যুদ্ধ জাহাজে গোলা বর্ষণ করে ধ্বংশ করে, নরওয়েকে রক্ষা করা হয়েছিল হিটলারের আগ্রাসন থেকে।
দ্বীপটার দুইটি অংশে বিভক্ত যা মাঝখানে ছোট্ট একটা কাঠের সেতু দিয়ে জোড়া দেয়া। সেতুটার নিচ দিয়ে ছোট ছোট দ্রুতযান নৌকা চলাচল করে থাকে।
দ্বীপের বড় অংশের উপর পুরাতন একটি কেল্লা। যা আকাশ থেকে দেখলে ইংরেজি D অক্ষরের মত দেখায়। যা এখন জাদুঘরে পরিনত করা হয়েছে।
দ্বীপের উপরে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত দানব আকৃতির কামান গুলো এখনো শোভা পাচ্ছে।
দ্বীপের বেশ কিছু স্থানে রয়েছে পাঁচ ছয় মিটারের ছোট ছোট ঝিনুক বালুর সৈকত। পানি প্রচন্ড ঠান্ডা আর লবনাক্ত। পাশ দিয়ে যখন টাইটানিক-আকৃতির বিশাল বিশাল জাহাজ গুলো যাচ্ছিল তখন ঢেউয়ের সঙ্গে ছোট ছোট তারা মাছ আর ঝিনুকেরা তীরে এসে ভীড় জমাচ্ছিল। আর কিছু গাংচিল আশেপাশে খাবারের সন্ধান করছিল।
আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কিছু ছবি আঁকলাম, কেউ ঘাস বা পাথর আঁকলো, কেউ সমুদ্রের ভাসমান নৌকা।
এর পর আমরা দ্বীপের উপরে অবস্থামান একটা রেস্তোরাঁয় গিয়ে কিছু পানাহার করে নৌকায় করে ফিরে এলাম।
Comments
Post a Comment