মন্তব্য

বিশ্বে সবচেয়ে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে৷ জাতিসংঘের হিসেবে, প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয় হাজার টন কাঁচা আফিম উৎপাদন হয় সেখানে৷ ন্যাটো বাহিনীর সৈন্যরা চলে যাওয়ার পর আরো বেশি পরিমাণ জমিতে আফিমের চাষ হচ্ছে বলে জানা গেছে৷ যুক্তরাষ্ট্র ও এশিয়া হচ্ছে, আফগানিস্তানের আফিমের মূল ক্রেতা৷
(তথ্য সুত্র: ডি ডব্লিউ)

হয়তো আফিম খাওয়ার লোভে, অথবা আফিম চাষ করে টাকা কামাই করার লোভে আমাদের দেশের জামাতি কাঠমোল্লারা  নিজেদেরকে তালেবান হিসাবে ঘোষণা দেয়, আর বাংলাকে আফগানিস্তান বানানোর দুঃস্বপ্ন দেখে। 

Comments

Popular posts from this blog

The Best Webcomic Platforms to Publish Your Work

The Rise of Independent Animators on YouTube and TikTok

Do cartoonists make money?