মন্তব্য
বিশ্বে সবচেয়ে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে৷ জাতিসংঘের হিসেবে, প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয় হাজার টন কাঁচা আফিম উৎপাদন হয় সেখানে৷ ন্যাটো বাহিনীর সৈন্যরা চলে যাওয়ার পর আরো বেশি পরিমাণ জমিতে আফিমের চাষ হচ্ছে বলে জানা গেছে৷ যুক্তরাষ্ট্র ও এশিয়া হচ্ছে, আফগানিস্তানের আফিমের মূল ক্রেতা৷
(তথ্য সুত্র: ডি ডব্লিউ)
হয়তো আফিম খাওয়ার লোভে, অথবা আফিম চাষ করে টাকা কামাই করার লোভে আমাদের দেশের জামাতি কাঠমোল্লারা নিজেদেরকে তালেবান হিসাবে ঘোষণা দেয়, আর বাংলাকে আফগানিস্তান বানানোর দুঃস্বপ্ন দেখে।
(তথ্য সুত্র: ডি ডব্লিউ)
হয়তো আফিম খাওয়ার লোভে, অথবা আফিম চাষ করে টাকা কামাই করার লোভে আমাদের দেশের জামাতি কাঠমোল্লারা নিজেদেরকে তালেবান হিসাবে ঘোষণা দেয়, আর বাংলাকে আফগানিস্তান বানানোর দুঃস্বপ্ন দেখে।
Comments
Post a Comment