রান্নাবান্না

রান্না করাটা মাঝে মাঝে খুব ঝামেলার মনে হয়।  যেমন এই মুহুর্তে আমার পরীক্ষার জন্য কিছু অ্যানিমেশন  করতে  হবে, কারণ হাতে সময় একদম নেই।  সর্ব শেষ জমা দেয়ার  তারিখ ১২ ফেব্রুয়ারী।  এখনো আমি শুরুই করতে পারি নাই।
প্রচন্ড ক্ষুধার্থ  অথচ রান্না করার মত সময় হাতে নাই।  রান্না করতে গেলে কম পক্ষে  ১ ঘন্টা সময় নষ্ট হবে।
যাই হোক হাতের কাজ ফেলে রান্না করতে যাচ্ছি।  ক্ষুধার্থ, খেতে হবে।  

Comments

Popular posts from this blog

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

Mentioning Toons Mag in mass media

হিরো আলম / Hero Alom