পানীয়ালোচনা

(সতর্কীকরণ: এই পোস্টটি  শুধু মাত্র পাপ্ত বয়স্কদের জন্য)
সাধারণত: লিকার (ভদকা, হুইস্কি ও স্পিরিট) গেলার সময় কষ্ট অনুভূত হয়, এমনকি বমিও হয়।
হোয়াইট ওয়াইন, বা রেড ওয়াইন, সাম্পেইন ও বিয়ার গিলতে কষ্ট হয় না বরং পান করার পর অনেক ভালো অনুভূত হয়।
শুনেছি রেড ওয়াইন হার্টের জন্য ভালো, তাই অনেক ডাক্তার নিয়মিত প্রতিদিন ১ গ্লাস রেড ওয়াইন পান করার পরামর্শ দিয়ে থাকেন রোগীকে।
শরীরে ব্যাথা হওয়ার বিষয়টা মদের কোয়ালিটির উপর নির্ভর কবে।
পানির অপর নাম জীবন, তবে অতিমাত্রায় নিয়মিত পানি পান করলে শরীরে নানা উপসর্গ দেখাদিতে পারে। তাই অতিরিক্ত সব কিছুই খারাপ।

অনেক দেশে ও সংস্কৃতিতে চা কফি পানের মত মদ্যপান অতি সাধারণ ব্যাপার।
ইসলামে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে, তাই অনেকে মদ্যপান করাকে খারাপ মনে করে থাকেন। তবে মদ্যপান একসময় আরবদের সংস্কৃতির অংশ ছিল। 

Comments

Popular posts from this blog

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর

Mentioning Toons Mag in mass media

হিরো আলম / Hero Alom