ব্লগলিপি
২০০৮ সালে প্রথম ব্লগ লিখি সুসান্ত দা'র অনুপ্রেরনায়।
আমি টাইপিং-এ মোটেও ভালো ছিলাম না। দুই হাত দিয়ে টাইপ করতে পারতাম না, তাই সময় লাগত অনেক। এর মধ্যে যা লিখতাম, তার অধিকাংশই বানান ভুল করতাম কি বোর্ড না জানা থাকার কারণে।
বেশি কিছু লিখতে পারতাম না, তাই কার্টুন একে সংক্ষিপ্ত কিছু লিখে পোস্ট দিতাম। আমার ব্লগ, সামহয়ারিন ব্লগ ও প্রথম আলো ব্লগে। এভাবেই হয়েছিল আমার ব্লগে পদার্পণ।
এর পর ২০১০ সালে নরওয়েতে আসার পর সব কিছু নিয়ে অনেক ব্যাস্ত হয়ে পরি তাই আর ব্লগ লেখা হয়ে ওঠেনি।
অনেক দিন ধরেই ভাবছিলাম আবার ব্লগ লেখা শুরু করব।
তাই ব্যাক্তিগত ব্লগ সাইট চালু করলাম। যদিও আমি লেখক নই, তার পর ও আমি চেষ্টা করব টুকটাক কিছু লিখে রাখতে ইউনিকোড-এর অক্ষরে। এখানে থাকবে আমার ব্যাক্তিগত মতামত ও অভিজ্ঞতার কথা।
আমি টাইপিং-এ মোটেও ভালো ছিলাম না। দুই হাত দিয়ে টাইপ করতে পারতাম না, তাই সময় লাগত অনেক। এর মধ্যে যা লিখতাম, তার অধিকাংশই বানান ভুল করতাম কি বোর্ড না জানা থাকার কারণে।
বেশি কিছু লিখতে পারতাম না, তাই কার্টুন একে সংক্ষিপ্ত কিছু লিখে পোস্ট দিতাম। আমার ব্লগ, সামহয়ারিন ব্লগ ও প্রথম আলো ব্লগে। এভাবেই হয়েছিল আমার ব্লগে পদার্পণ।
এর পর ২০১০ সালে নরওয়েতে আসার পর সব কিছু নিয়ে অনেক ব্যাস্ত হয়ে পরি তাই আর ব্লগ লেখা হয়ে ওঠেনি।
অনেক দিন ধরেই ভাবছিলাম আবার ব্লগ লেখা শুরু করব।
তাই ব্যাক্তিগত ব্লগ সাইট চালু করলাম। যদিও আমি লেখক নই, তার পর ও আমি চেষ্টা করব টুকটাক কিছু লিখে রাখতে ইউনিকোড-এর অক্ষরে। এখানে থাকবে আমার ব্যাক্তিগত মতামত ও অভিজ্ঞতার কথা।
Comments
Post a Comment