Posts

ফেসবুক সেলিব্রেটি

ফেসবুকে অনেক উঠতি সেলিব্রেটি আছেন, যারা ফেসবুকে নিজের নামে ফ্যান পেজ খুলে লাইক দেয়ার জন্য আমন্ত্রণ জানান, এরপর ফ্যান পেজে লাইক পাওয়ার পর আলগোছে ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দিয়ে থাকেন। নিজেকে ফ্যান হিসাবে আবিষ্কার করার  পর, আমি উক্ত সেলিব্রেটিকে ধন্যবাদ স্বরূপ একটা বার্তা পাঠিয়ে থাকি; যেমন: ''ধন্যবাদ, আপনার ফ্যান হিসাবে ঝুলে থাকার মত যোগত্যা এখনো অর্জন করতে সক্ষম হই নাই, তাই  আপনার ফ্যান পেজ থেকে আমার লাইক টা তুলে নিলাম। আপনার ফ্যান হিসাবে ঝুলে থাকার মত যোগত্যা অর্জন করা মাত্র নিজ দায়িত্বে এসে লাইক দেব, দুঃচিন্তা করবেন না। ভালো থাকবেন।'' ফেসবুকে অনেক উঠতি সেলিব্রেটি আছেন, যারা ফেসবুকে নিজের নামে ফ্যান পেজ খুলে লাইক দেয়ার জন্য আমন্ত্রণ জানান, এরপর ফ্যান পেজ... Posted by Arifur Rahman on  Wednesday, October 28, 2015

Tagging

Tagging is the free and easy method of getting people's attention on Facebook. However, it can sometimes be annoying to some. It somehow force people to like a post or comment on it. I personally would never force anyone to like my status or photo and do not intend to force anyone to do so. I believe that if someone really does care about me and has enough time, they would take a look at my Facebook activities automatically. Lets use Facebook with peace and happy facebooking. Tagging is the free and easy method of getting people's attention on Facebook. However, it can sometimes be annoying to... Posted by Arifur Rahman on  Friday, October 23, 2015

আসুন আমাদের সহায়তার হাত সম্প্রসারিত করি

মানুষ হিসাবে, মানুষের বিপদে পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আসুন আমাদের সহায়তার হাত সম্প্রসারিত করি; সাড়ে পাঁচবছর বয়সী আর্য ক্যান্সারের সাথে লড়ছে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে। গত ১৫ এপ্রিল আর্যর ব্রেইন টিউমারের অপারেশন করেন নিউরোসার্জন ডা: এ আর চাকো। প্রয়োজনীয় পরীক্ষায় আর্যর টিউমারে দ্বিতীয় গ্রেডের ক্যান্সার ধরা পড়ে। এমআরআই, কেমোথেরাপী ইত্যাদিতে আর্যর চিকিত্সার জন্য পনের লাখ টাকার মত প্রয়োজন। আর্যর মধ্যবিত্ত ও তরুন বাবা-মা ইতোমধ্যে সব টাকা শেষ করে ফেলেছেন। চিকিৎসার ব্যয়ভার যোগাড় করতে না পেরে আর্যর মা মিনার্ভা সেঁজুতি পাগলপ্রায় হয়ে আছেন। আসুন আমরা শিশু আর্যর পাশে দাঁড়াই। আর্যর অসহায় বাবা-মার হাতে হাত ধরি, এই পরিবারটির হাসি অটুট রাখতে সাহায্য করি। বিস্তারিত জানতে অনুগ্রহ করে লিংক-এ ক্লিক করুন https://www.facebook.com/groups/133650583656026/