আমার ভুবনে আমি স্বাধীন
ভাবনা গুলো মেঘের তুলো মনের আকাশে প্রতিটা দিন, আমার ভুবনে আমি স্বাধীন। আমার আঁকা ড্রইং খাতা পাখির মতই মিলবে ডানা ভেঙ্গে খাঁচা সকল মানা, খাঁচায় বাঁচা মূল্যহীন। আমার ভুবনে আমি স্বাধীন। আমার হাতের রঙ পেন্সিল ইচ্ছে মত আঁকে চেষ্টা করেও যাবে নাতো আটকে রাখা তাকে। চলব আমি অন্তহীন আমার ভুবনে আমি স্বাধীন।