Posts

বিভ্রান্ত অভ্যর্থনা

ঘটনাটা হয়েছে কি, এখানে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে তার গবেষণায় সাহায্য করছি। তো সেই কথা অনুযায়ী সে আমার বিদ্যায়তন-এ এসে হাজির। মুঠোফোনে একটা ক্ষুদ্রবার্তা পেলাম, ''আমি অভ্যর্থনা কক্ষে অপেক্ষা করছি ''। বার্তাটি পড়া মাত্রই চার তলা থেকে নেমে নীচতলায় অভ্যর্থনা কক্ষে গেলাম। অপেক্ষারত শিক্ষার্থীনি দেখতে কেমন, বয়স কত কিছুই জানি না। গিয়ে দেখি দুই জন মহিলা অপেক্ষা করছে, একজন কুড়ি ঊর্ধ্ব অন্যজন চল্লিশ ঊর্ধ্ব। চল্লিশ ঊর্ধ্ব মহিলা আমাকে দেখে উঠে দাড়িয়ে বলল ''আপনার সঙ্গেই আমার কথা হয়েছিল?'' আমি বললাম ''হ্যা'' সঙ্গে সঙ্গে পাশ থেকে কুড়ি ঊর্ধ্ব মেয়েটা উঠে দাড়িয়ে বলল ''না না, ওনার সঙ্গে  আমার দেখা করার ব্যাপারে কথা হয়েছিল।'' এমতাবস্থায় আমি পুরাই বিভ্রান্ত। দুই জনকেই আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের মধ্যে ''ইভা'' কার নাম? কুড়ি ঊর্ধ্ব মেয়েটা জবাব দিল ''আমি ইভা'' আমি বললাম, তাহলে আপনার সাথেই আমার দেখা করার কথা ছিল। ভিতরে চলুন। ইতোমধ্যে এক ভদ্রলোক এসে চল্লিশ ঊর্ধ্ব মহিলাকে বল...

টুনস ম্যাগ কে বিজয়ী করতে ভোট দিন

Image
ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর বাংলা ভাষা বিভাগে টুনস ম্যাগ চূড়ান্ত মনোনয়ন পেয়েছে৷ অনলাইন ব্যবহারকারীদের ভোটে এই বিভাগে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে৷ টুনস ম্যাগ কে বিজয়ী করতে ভোট দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের জয়ের লক্ষ্যে পৌছে দিতে পারে। টুনস ম্যাগকে ভোট করুন আর বাক স্বাধীনতাকে সমর্থন করুন। ভোট দেয়ার জন্য লগ ইন করুন https://thebobs.com/bengali/category/2015/peoples-choice-for-bengali-2015/

আজ সকালে চমকে যাওয়া

আমি সাধারণত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ইমেইল পড়ি।  আজ সকালে একজনের ইমেইল পড়তে গিয়ে আমি চমকে গেলাম। আমি কি ভুল পড়ছি নাকি সঠিক? নাকি কোথাও গোলমাল হয়েছে? চোখে যেটুকু ঘুম ঘুম ভাব ছিল সেটাও উড়ে গেল। আমি এতটাই চমকে গিয়েছিলাম। একটা দলীয় ইমেইল আদান প্রদান চলছিল কিছু নরওয়েজিয়ান শ্রদ্ধাভাজন লোকের সাথে। আমি যদিও নরওয়েজিয়ানদের সাথে সাধারনত নরওয়েজিয়ান ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় যোগাযোগ করি না, তবে কেউ একজন ইমেইলের শুরুটা করেছিল ইংরেজিতে আর সেই কারণেই আমিও তাদেরকে প্রতিউত্তর করছিলাম  ইংরেজিতে। আর চমকে যাওয়ার কারণটা ছিল; এদের মধ্যে একজন আমাকে বাংলায় প্রতিউত্তর করেছে এবং তার মুঠোফোন নম্বর দিয়ে অনুরোধ করেছে তার সাথে যোগাযোগ করতে, তাও আবার বাংলা অক্ষরে লিখে। আমি ইমেইল বার্তা পড়ে প্রেরকের নাম টা আর একবার দেখলাম। ভাবলাম, হয়তো আমি ভুল পড়ছি। আমি প্রেরকের নামটা আর একবার দেখলাম।  না তো সব ঠিক।  তারপরও কেমন জানি বিশ্বাস হচ্ছিল না। তাই দেরী না করে ভদ্র লোকের দেয়া নম্বরে কল দিলাম। ওপাশ থেকে হ্যালো বলার পর আমিও হ্যালো বললাম। কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কোন ভাষায় কথা বলব, বাংলা, ন...