Posts

পানীয়ালোচনা

Image
(সতর্কীকরণ: এই পোস্টটি  শুধু মাত্র পাপ্ত বয়স্কদের জন্য) সাধারণত: লিকার (ভদকা, হুইস্কি ও স্পিরিট) গেলার সময় কষ্ট অনুভূত হয়, এমনকি বমিও হয়। হোয়াইট ওয়াইন, বা রেড ওয়াইন, সাম্পেইন ও বিয়ার গিলতে কষ্ট হয় না বরং পান করার পর অনেক ভালো অনুভূত হয়। শুনেছি রেড ওয়াইন হার্টের জন্য ভালো, তাই অনেক ডাক্তার নিয়মিত প্রতিদিন ১ গ্লাস রেড ওয়াইন পান করার পরামর্শ দিয়ে থাকেন রোগীকে। শরীরে ব্যাথা হওয়ার বিষয়টা মদের কোয়ালিটির উপর নির্ভর কবে। পানির অপর নাম জীবন, তবে অতিমাত্রায় নিয়মিত পানি পান করলে শরীরে নানা উপসর্গ দেখাদিতে পারে। তাই অতিরিক্ত সব কিছুই খারাপ। অনেক দেশে ও সংস্কৃতিতে চা কফি পানের মত মদ্যপান অতি সাধারণ ব্যাপার। ইসলামে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে, তাই অনেকে মদ্যপান করাকে খারাপ মনে করে থাকেন। তবে মদ্যপান একসময় আরবদের সংস্কৃতির অংশ ছিল। 

কার্টুন প্রদর্শনীর খবর : অসলো, নরওয়ে।

Image
কার্টুন প্রদর্শনীর খবর : অসলো, নরওয়ে। অসলো নরওয়েতে, অসলো অকেশুস বিশ্ববিদ্যালয় কলেজে বাক-স্বাধীনতা বিষয়ক কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে আজ থেকে। সেখানে আমার বেশ কিছু কার্টুন স্থান পেয়েছে। খবরের লিংক:  http://www.osloby.no/nyheter/Karikaturutstilling-flyttet-i-siste-liten-7895322.html

ক্লাসের গল্প

ক্লাসে। পরীক্ষার কাজ হিসাবে, একটা ১৫ সেকেন্ডের ৩ডি এনিমেশন জমা দিতে হবে।  ১ ঘন্টা যাবত রেন্ডারিং চলছে। কেবল মাত্র অর্ধেক, আরো অর্ধেক রেন্ডারিং বাকি। তাই বসে বসে সময় গুনছি। আজ সকালে আমাদের ক্লাসে নিউজিল্যান্ড-এর মিডিয়া ডিজাইন স্কুলের ৩ডি ডিজাইনের শিক্ষক স্টিভ দরনের পরিদর্শনে এসেছেন। তিনি আমাদের (৩ডি ছাত্রদের)  উদ্যেশ্যে ৩ডি ডিজাইন ও ভিস্যুয়াল এফেক্ট এর উপরে  বক্তব্য রাখলেন এবং আমাদের কিছু কাজ দেখালেন, যার মধ্যে কিছু ওনার ও কিছু ওনার ছাত্রদের করা। অসাধারণ কিছু কাজ। কাজ গুলো দেখে আমি অনুপ্রানিত। আগামী সপ্তাহ থেকে আমার শীতের ছুটি।  ভাবছি শীতের ছুটিতে বেশি বেশি আঁকা আঁকি করব আর এনিমেশন নিয়ে কাজ করে সময় কাটাব।