Posts

উপলব্ধি ১ - Perception 1

We are all human, but we are one kind of animal of nature. We wear clothes that are why we look different than other animals. But inside we are all the same. All animals were born, everyone gives birth children, everyone has feelings, all of us one day die. Norwegian: Vi er alle mennesker, men vi er en slags dyr av naturen. Vi har på oss klær, derfor ser vi annerledes ut enn andre dyr. Men inni er vi alle de samme. Alle dyr ble født, alle gir føder barn, alle har følelser, alle av oss en dag bli dø. বাংলা: আমরা সবাই মানুষ, কিন্তু আমরা প্রকৃতির এক ধরনের প্রাণী। আমরা কাপড় পরি তাই আমরা দেখতে অন্য প্রাণীদের চেয়ে ভিন্ন।  কিন্তু ভিতরে আমরা সবাই এক। সকল প্রাণী জন্ম লাভ করে, সকলেই সন্তান জন্ম দেয়, সকলেরই আবেগ বা অনুভূতি আছে, একদিন আমাদের সকলেই মৃত্যু বরণ করবো। 

একটা কৌতুক - A joke

মুসলমানদের বন্ধু কে? - সৌদি আরব।  ইয়েমেনের মুসলমানদের উপর বোমা ফালায় কে? - সৌদি আরব।  তাহলে, ইয়েমেনের মুসলমানদের মৃত্যুর জন্য দায়ী কে? - আমেরিকা। Who is the friend of Muslims? - Saudi Arabia Who is a bombing on Muslims in Yemen? - Saudi Arabia Then, who is responsible for the death of Yemen's Muslims? - America.

কার্টুনিস্টস শপ নির্মাণ কাজ চলিতেছে।

Image
গত বছর অর্থাৎ ২০১৬ সালের ১লা অক্টবর একটা প্রকল্প শুরু করেছি, নাম কার্টুনিস্টস শপ বা কার্টুনিস্টদের দোকান। প্রকল্পটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। আশাকরছি চলতি বছর জুন-জুলাই প্রকল্পটির কাজ শেষ হবে। কার্টুনিস্টস শপ হলো কার্টুনিস্টদের একটি ইন্টারনেট ভিত্তিক মার্কেটপ্লেস যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের দেশের কার্টুনিস্ট/আর্টিস্ট, তাদের শিল্পকর্ম বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। কার্টুনিস্টস শপ থেকে ক্রেতা শিল্পকর্মের ডিজিটাল কপি বা কাগজে মুদ্রিত কপি উভয় সংস্করণ কিনতে পারবে। ডিজিটাল কপি ক্রেতা ক্রয় এবং মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। কাগজে মুদ্রিত কপির ক্ষেত্রে ২ সাপ্তাহের মধ্যে তা ডাকযোগে প্রেরণ করা হবে। শিল্পকর্ম ক্রয়ের পাশাপাশি ক্রেতা তার প্রকল্পের কাজের জন্য শিল্পীর সেবা ক্রয় করতে পারবে। ক্রেতা প্যেপাল এবং ক্রেডিটকার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবে। শিল্পকর্মের মধ্যে থাকবে কার্টুন, কমিক স্ট্রিপ, ক্যারিকেচার, ইলাস্ট্রেশন, পেইন্টিংস এবং অন্যান্য। সেবার মধ্যে থাকবে ক্যারিকেচার অঙ

My Diary: Guitar

Image
Once upon a time, I had a green guitar. I used to play and sing my own song every evening. On this time, I used to study Bachelor of Arts in Shahzadpur Government College. There was a song contest going in the college, some of my classmates recommend me to took part of the contest. I participated and I got the third prize for my song. The song I sang, it was about my country which was written by me. It was the first award in my life. Once I concentrated on drawing cartoon, then I stopped singing. Anyway, Now I have a new black guitar. I have some stories, no one knows, except the best friend. I have some hobbies, no one knows, except the best friend. Arifur Rahman 14.04.2017 Drøbak

আমিও যাবো

আমিও যাবো ।। আমিও যাবো চলে..... দূর অজানায় সেখানে মেঘেরা মেশে আকাশের নীল রঙে।। তুমি সাথে আসবে কি, আমার সাথে যাবে কি মেঘের ভেলায় করে যাবো নীল পাহাড়ে। আমার আগে গেছে সেথা আরো অনেকে। দিন শেষে খেলা ফেলে সকলেই যাবে চলে। হাসবো আমিও রাতের আকাশের তারা হয়ে। 

My Diary: Freedom of Expression

The word 'Freedom of Speech or Expression' defined itself what is the meaning of it and what is it stand for. But I would like to share my thought with my own expression. From my point of view, Freedom of Speech / Expression is a basic human right. This is a freedom to express the opinion in any form in any media being without force or sensor. Freedom is a word which began with word 'Free', it doesn't mean it come for free. We fight for the rights and achieve the value of Freedom. It is a constitutional and cultural value. The value of Freedom is always difficult to achieve and protect but easy to lose. It demands social awareness to understand the value and responsibility to protect it. Freedom of Speech or Expression is not just a written word which we just read and forget after that. It is the thing to understanding the value of Freedom of Speech and keeps establishing by practicing. In some countries value of Freedom of Speech doesn't exist. At the s

My Diary: Making Mistake

Actually, I want to spend my life to do something for arts and humanity. I know very well that I am not perfect. Nothing is perfect, nor my language or arts nor me. But I try my best. Though the earth was always tough for me. No one of us is skilled or learned by born, we are all doing and learning. I know that I can do lots of mistakes if I try to do something new, I also know that I can also do my best job if I try, that is why I am not afraid to making some small mistakes. If I am always afraid to making mistakes then I can never start, it's mean I can never achieve the goal of my life. About making mistake, I think if I make any mistakes and  I realize or somebody mentions it, then I can find the solution to fix it. I also think that if I make a mistake then I am the person who can correct it. Here is my definition of the mistake:  The mistake is a result of happened event or incident which is wrong, which we did or made by being misunderstood, accidentally or unconscious